কোচিং স্টাফদের পদত্যাগ চান নবি
কোচিং স্টাফের সব সদস্যের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করেছেন ইস্ট বেঙ্গলের সাবেক তারকা ফুটবলার রহিম নবি।
আইএসএলের এবারের আসরে সবচেয়ে দুর্বল দল ওডিশা এফসির বিপক্ষে ৬ গোল খাওয়ার পর রাগে-ক্ষোভে এমন মন্তব্য করেন ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে রহিম নবি।
শনিবার খেলা শেষ হওয়ার পর দলের বাজে পারফরম্যান্স নিয়ে সাবেক তারকা ফুটবলার বলেন, ফুটবল ক্যারিয়ারে যে ক্লাবটিতে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সেই দল এক ম্যাচে এতগুলো গোল খাবে তা কল্পনাও করতে পারছি না। অতীতে আমি ইস্ট বেঙ্গলকে দেশের কোনো টুর্নামেন্টে ৬ গোল খেতে দেখিনি।
তিনি আরও বলেন, ইস্ট বেঙ্গলের জার্সি পরে যে ফুটবলাররা খেলল তাদের মানসিকতায় আমি হতাশ। আমি আশা করেছিলাম জয়ের মধ্য দিয়ে সম্মানের সঙ্গে লিগ শেষ করবে। কিন্তু মাঠে তারা কোনো লড়াই করতে পারেনি। এই ব্যর্থতার জন্য কোচ রবি ফাওলা দায়ী।
রহিম নবি আরও বলেন, টিম ভালো ফলাফল করলে কোচের নাম হয় আর বাজে পারফরম্যান্সের জন্য কোচের সমালোচনা হবে- এটাই স্বাভাবিক। এমন ফলাফলের পর আমার মনে হয় কোচ রবি ফাওলার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করা উচিত। সামনের মৌসুমে তাকে রাখার কোনো কারণ আমি দেখতে পারছি না। আমি চাই না তাকে সরিয়ে দেয়া হোক বরং ফাওলারই উচিত ব্যর্থতার দায় নিয়ে সরে যাওয়া। শুধু ফাওলা কেন তার সহকারীদেরও সরিয়ে দিয়ে নতুন কোচিং স্টাফ নিয়োগ দেয়া উচিত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোচিং স্টাফদের পদত্যাগ চান নবি
কোচিং স্টাফের সব সদস্যের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করেছেন ইস্ট বেঙ্গলের সাবেক তারকা ফুটবলার রহিম নবি।
আইএসএলের এবারের আসরে সবচেয়ে দুর্বল দল ওডিশা এফসির বিপক্ষে ৬ গোল খাওয়ার পর রাগে-ক্ষোভে এমন মন্তব্য করেন ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে রহিম নবি।
শনিবার খেলা শেষ হওয়ার পর দলের বাজে পারফরম্যান্স নিয়ে সাবেক তারকা ফুটবলার বলেন, ফুটবল ক্যারিয়ারে যে ক্লাবটিতে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সেই দল এক ম্যাচে এতগুলো গোল খাবে তা কল্পনাও করতে পারছি না। অতীতে আমি ইস্ট বেঙ্গলকে দেশের কোনো টুর্নামেন্টে ৬ গোল খেতে দেখিনি।
তিনি আরও বলেন, ইস্ট বেঙ্গলের জার্সি পরে যে ফুটবলাররা খেলল তাদের মানসিকতায় আমি হতাশ। আমি আশা করেছিলাম জয়ের মধ্য দিয়ে সম্মানের সঙ্গে লিগ শেষ করবে। কিন্তু মাঠে তারা কোনো লড়াই করতে পারেনি। এই ব্যর্থতার জন্য কোচ রবি ফাওলা দায়ী।
রহিম নবি আরও বলেন, টিম ভালো ফলাফল করলে কোচের নাম হয় আর বাজে পারফরম্যান্সের জন্য কোচের সমালোচনা হবে- এটাই স্বাভাবিক। এমন ফলাফলের পর আমার মনে হয় কোচ রবি ফাওলার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করা উচিত। সামনের মৌসুমে তাকে রাখার কোনো কারণ আমি দেখতে পারছি না। আমি চাই না তাকে সরিয়ে দেয়া হোক বরং ফাওলারই উচিত ব্যর্থতার দায় নিয়ে সরে যাওয়া। শুধু ফাওলা কেন তার সহকারীদেরও সরিয়ে দিয়ে নতুন কোচিং স্টাফ নিয়োগ দেয়া উচিত।