শাহীনের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে যা বললেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২১, ২৩:২৯:০১ | অনলাইন সংস্করণ
ক্রিকেটমহলে দিনভর আলোচনায় ছিলেন তরুণ পাক পেসার শাহীন শাহ আফ্রিদি।
তা অবশ্য মাঠের কোনো পারফরম্যান্স বিষয়ে নয়।
কাকডাকা ভোর থেকে আন্তর্জাতিক সব গণমাধ্যমের খবর, শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শাহীন। তরুণ আফ্রিদিকে জামাতা হিসেবে মেনে নিচ্ছেন বুড়ো আফ্রিদি।
পাক গণমাধ্যম জিও নিউজকে শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান জানিয়েছেন, শহীদ আফ্রিদিকে প্রস্তাব পাঠালে তিনি সানন্দে তাদের প্রস্তাব মেনে নেন। তার বড় মেয়ে আকসা শাহীনের বউ হয়ে আসছে শিগগিরই।
এরপর থেকেই শাহীন ও আকসারে বিয়ের খবরে দিনভর মেতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
দিনভর এ নিয়ে গুঞ্জনের পর অবশেষে মেয়ের সঙ্গে শাহীনের বিয়ের ইস্যুতে মুখ খুলেছেন খোদ শহীদ আফ্রিদি।
দুই আফ্রিদি পরিবার এক হতে যাচ্ছে স্বীকার করে রোববার সন্ধ্যায় টুইট করেন বুমবুম আফ্রিদি।
টুইটবার্তায় তিনি লেখেন, 'আমার মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই পরস্পরের সাথে আলাপ করছে। দাম্পত্য জুটিগুলো স্বর্গে বানানো। আল্লাহ যদি চান এই জুটিও হবে। শাহীনের জন্য আমার দোয়া থাকল, সে যেন মাঠ ও মাঠের বাইরে সাফল্যের ধারা অব্যাহত রাখে।’
প্রসঙ্গত ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিকে অভিষেক ঘটে শাহীন শাহ আফ্রিদি। এখন অবধি ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন সুদর্শন এ পেসার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাহীনের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে যা বললেন আফ্রিদি
ক্রিকেটমহলে দিনভর আলোচনায় ছিলেন তরুণ পাক পেসার শাহীন শাহ আফ্রিদি।
তা অবশ্য মাঠের কোনো পারফরম্যান্স বিষয়ে নয়।
কাকডাকা ভোর থেকে আন্তর্জাতিক সব গণমাধ্যমের খবর, শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শাহীন। তরুণ আফ্রিদিকে জামাতা হিসেবে মেনে নিচ্ছেন বুড়ো আফ্রিদি।
পাক গণমাধ্যম জিও নিউজকে শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান জানিয়েছেন, শহীদ আফ্রিদিকে প্রস্তাব পাঠালে তিনি সানন্দে তাদের প্রস্তাব মেনে নেন। তার বড় মেয়ে আকসা শাহীনের বউ হয়ে আসছে শিগগিরই।
এরপর থেকেই শাহীন ও আকসারে বিয়ের খবরে দিনভর মেতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
দিনভর এ নিয়ে গুঞ্জনের পর অবশেষে মেয়ের সঙ্গে শাহীনের বিয়ের ইস্যুতে মুখ খুলেছেন খোদ শহীদ আফ্রিদি।
দুই আফ্রিদি পরিবার এক হতে যাচ্ছে স্বীকার করে রোববার সন্ধ্যায় টুইট করেন বুমবুম আফ্রিদি।
টুইটবার্তায় তিনি লেখেন, 'আমার মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই পরস্পরের সাথে আলাপ করছে। দাম্পত্য জুটিগুলো স্বর্গে বানানো। আল্লাহ যদি চান এই জুটিও হবে। শাহীনের জন্য আমার দোয়া থাকল, সে যেন মাঠ ও মাঠের বাইরে সাফল্যের ধারা অব্যাহত রাখে।’
প্রসঙ্গত ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিকে অভিষেক ঘটে শাহীন শাহ আফ্রিদি। এখন অবধি ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন সুদর্শন এ পেসার।