কোহলির কাছে শক্তির পরীক্ষা দিলেন আনুশকা! ভিডিও)
অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ১১:০৫:০০ | অনলাইন সংস্করণ
ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
কয়েক সেকেন্ডের ওই ভিডিও দেখে মনে হচ্ছে— মজার ছলে স্বামীর কাছে নিজের শক্তির পরিচয় দিচ্ছেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেছে, স্বামী ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলছেন আনুশকা। প্রথমে নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে তিনি কোহলিকে তুলে ধরেছেন।
তার পর আবারও জীবনসঙ্গীকে উঁচু করেন আনুশকা। এ সময় বিরাটকে উদ্দেশ্য করে অভিনেত্রীকে বলতে শোনা যায়— ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। বিরাটও তার কথা সায় দিয়ে মাথা নাড়ান।
আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আমি কি পেরেছি!’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোহলির কাছে শক্তির পরীক্ষা দিলেন আনুশকা! ভিডিও)
ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
কয়েক সেকেন্ডের ওই ভিডিও দেখে মনে হচ্ছে— মজার ছলে স্বামীর কাছে নিজের শক্তির পরিচয় দিচ্ছেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেছে, স্বামী ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলছেন আনুশকা। প্রথমে নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে তিনি কোহলিকে তুলে ধরেছেন।
তার পর আবারও জীবনসঙ্গীকে উঁচু করেন আনুশকা। এ সময় বিরাটকে উদ্দেশ্য করে অভিনেত্রীকে বলতে শোনা যায়— ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। বিরাটও তার কথা সায় দিয়ে মাথা নাড়ান।
আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আমি কি পেরেছি!’