অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে তামিম

 স্পোর্টস ডেস্ক 
২৮ মে ২০২১, ০৫:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহকে ছাড়িয়ে যাওয়ার পথে তামিম ইকবাল। বাংলাদেশ সেরা এই ওপেনার শ্রীলংকার বিপক্ষে আজ মাত্র ৫২ রান করলেই ছাড়িয়ে যাবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে।

আর এই ৫২ রান করার পথে স্টিভ ওয়াহর আগেই তামিম ছাড়িয়ে যাবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে।

স্টিভ ওয়াহ ৩২৫টি ওয়ানডেতে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৫৬৯ রান করেন। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান শোয়েব মালিক ২৮৭ ওয়ানডেতে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরির সাহায্যে করেন ৭ হাজার ৫৩৪ রান। 

স্টিভ ওয়াহর চেয়ে ১০৯ আর শোয়েব মালিকের চেয়ে ৭২ ম্যাচ কম খেলে ইতোমধ্যে ১৩টি সেঞ্চুরির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ৭ হাজার ৫১৭ রান করেছেন তামিম ইকবাল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ, ঢাকা-২০২১