ফিফটির পর সাজঘরে মোসাদ্দেক
শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে ২৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ২৮ রান জমা হতেই নেই নাঈম শেখ, সাকিব আল হাসান ও তামিম ইকবালের উইকেট।
প্রথম দুই ম্যাচে যার ব্যাটে নির্ভর করে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছিল সেই মুশফিকুর রহিম ফেরেন দলীয় ৮৪ রানে। তার বিদায়ের পর জয়ের আশা শেষ হয়ে যায়।
মুশফিকের বিদায়ের পর অনবদ্য ব্যাটিং করে ক্যারিয়ারের ৩৭তম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নিয়েই বিপদে পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১২৫ রানে ৭২ বলে তিন চার ও এক ছক্কায় ৫১ রান করে আউট হন সৈকত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৩ ওভারে খেলা শেষে ১৩০/৫ রান। জয়ের জন্য শেষ ১০২ বলে আরও ১৫৭ রান করতে হবে টাইগারদের।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি (১২০) ও ধনঞ্জয়া ডি সিলভার ফিফটির (৫৫) সুবাদে ৬ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ডি সিলভা ৫৫, গুনাথিলাকা ৩৯, কুশল মেন্ডিস ২২; তাসকিন ৪/৪৬)।
ফিফটির পর সাজঘরে মোসাদ্দেক
স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২১, ১৯:৪২:৩৯ | অনলাইন সংস্করণ
শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে ২৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ২৮ রান জমা হতেই নেই নাঈম শেখ, সাকিব আল হাসান ও তামিম ইকবালের উইকেট।
প্রথম দুই ম্যাচে যার ব্যাটে নির্ভর করে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছিল সেই মুশফিকুর রহিম ফেরেন দলীয় ৮৪ রানে। তার বিদায়ের পর জয়ের আশা শেষ হয়ে যায়।
মুশফিকের বিদায়ের পর অনবদ্য ব্যাটিং করে ক্যারিয়ারের ৩৭তম ম্যাচে তৃতীয়ফিফটি তুলে নিয়েই বিপদে পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১২৫ রানে ৭২ বলে তিন চার ও এক ছক্কায়৫১ রান করে আউট হন সৈকত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৩ওভারে খেলা শেষে১৩০/৫রান। জয়ের জন্য শেষ ১০২ বলেআরও ১৫৭রান করতে হবে টাইগারদের।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি (১২০) ও ধনঞ্জয়া ডি সিলভার ফিফটির (৫৫) সুবাদে ৬ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা:৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ডি সিলভা ৫৫, গুনাথিলাকা ৩৯, কুশল মেন্ডিস ২২; তাসকিন ৪/৪৬)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023