ফিফটির পর সাজঘরে মোসাদ্দেক

 স্পোর্টস ডেস্ক 
২৮ মে ২০২১, ০৭:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে ২৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ২৮ রান জমা হতেই নেই নাঈম শেখ, সাকিব আল হাসান ও তামিম ইকবালের উইকেট।

প্রথম দুই ম্যাচে যার ব্যাটে নির্ভর করে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছিল সেই মুশফিকুর রহিম ফেরেন দলীয় ৮৪ রানে। তার বিদায়ের পর জয়ের আশা শেষ হয়ে যায়। 

মুশফিকের বিদায়ের পর অনবদ্য ব্যাটিং করে ক্যারিয়ারের ৩৭তম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নিয়েই বিপদে পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১২৫ রানে ৭২ বলে তিন চার ও এক ছক্কায় ৫১ রান করে আউট হন সৈকত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৩ ওভারে খেলা শেষে ১৩০/৫ রান। জয়ের জন্য শেষ ১০২ বলে আরও ১৫৭ রান করতে হবে টাইগারদের।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে  নেমে অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি (১২০) ও ধনঞ্জয়া ডি সিলভার ফিফটির (৫৫) সুবাদে ৬ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ডি সিলভা ৫৫, গুনাথিলাকা ৩৯, কুশল মেন্ডিস ২২; তাসকিন ৪/৪৬)।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ঢাকা-২০২১