‘যদি কেউ কাইল্যা বলে দোষ কি আমার?’
ইলিয়াস সানিকে কাইল্যা বলে সম্বোধন করার পাশাপাশি ইট মারার ঘটনাকে অস্বীকার করছেন সাব্বির রহমান রুম্মন।
একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে সাব্বির বলেছেন, এটাতো উনাকে সবাই বলেন; আমি কেন বলব বলেন! ওদের টিমে আমাদের অনেক বন্ধু আছে আবার আমাদের টিমে ওদের অনেক বন্ধু আছে। আমরা কেন এটা বলতে যাব বলেন! তাছাড়া উনাদের খেলা ছিল এক জায়গায় আর আমাদের খেলা ছিল আরেক জায়গায়। এখন উনাকে যদি কেউ কাইল্যা কাইল্যা বলে সেজন্য দোষ কি আমার।
ইলিয়াস সানিকে উদ্দেশ করে ইট মারা প্রসঙ্গে সাব্বির বলেন, উনাদের ম্যাচ ছিল এক জায়গায় আর আমাদের ম্যাচ ছিল আরেক জায়গায়। আমি কী উনাদের ম্যাচের মধ্যে গিয়ে ইট মারব, ওখানে পারটেক্স দলের প্লেয়াররা ছিল, আমাদের দলের প্লেয়াররা ছিল- ওরা কি এটা চোখে দেখেনি যে আমার সঙ্গে উনার কী হয়েছে? আর কে কাইল্যা কাইল্যা বলল, দোষ হলো আমার ভাই! এটা সবচেয়ে বড় অভিযোগ।
সবসময় কী অভিযোগের তীর আপনার দিকেই থাকে? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, এ নিউজটা তো আসলে নিউজই না। আর এটা কোনো কথাই না। আর হুট করে কেউ যদি এসে আপনাকে সিনক্রেট করে আর ব্লেইম দেয়, এটাতো আসলে লজ্জাজনক। মাঠের খেলায় উনার সঙ্গে আমার যদি এমনটি হতো তাহলে সেটা আলাদা বিষয় ছিল। উনারা খেলছে এক মাঠে আর আমরা খেলেছি আরেক মাঠে। সেক্ষেত্রে উনার সঙ্গে আমাকে নিয়ে যে অভিযোগ উঠেছে তা তো কখনই সম্ভব না।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখন আপনার বিরুদ্ধে শাস্তি দাবি করছে।
এ ব্যাপারে সাব্বির বলেন, কিসের বিষয়ে, কিসের জন্য শাস্তি চায়! কিসের শাস্তি।
প্রসঙ্গত, বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। এই ম্যাচ চলাকালীন শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে- কাইল্যা, কাইল্যা বলে হেয় করেন সাব্বির।
সাব্বিরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর লিখিত অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘যদি কেউ কাইল্যা বলে দোষ কি আমার?’
ইলিয়াস সানিকে কাইল্যা বলে সম্বোধন করার পাশাপাশি ইট মারার ঘটনাকে অস্বীকার করছেন সাব্বির রহমান রুম্মন।
একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে সাব্বির বলেছেন, এটাতো উনাকে সবাই বলেন; আমি কেন বলব বলেন! ওদের টিমে আমাদের অনেক বন্ধু আছে আবার আমাদের টিমে ওদের অনেক বন্ধু আছে। আমরা কেন এটা বলতে যাব বলেন! তাছাড়া উনাদের খেলা ছিল এক জায়গায় আর আমাদের খেলা ছিল আরেক জায়গায়। এখন উনাকে যদি কেউ কাইল্যা কাইল্যা বলে সেজন্য দোষ কি আমার।
ইলিয়াস সানিকে উদ্দেশ করে ইট মারা প্রসঙ্গে সাব্বির বলেন, উনাদের ম্যাচ ছিল এক জায়গায় আর আমাদের ম্যাচ ছিল আরেক জায়গায়। আমি কী উনাদের ম্যাচের মধ্যে গিয়ে ইট মারব, ওখানে পারটেক্স দলের প্লেয়াররা ছিল, আমাদের দলের প্লেয়াররা ছিল- ওরা কি এটা চোখে দেখেনি যে আমার সঙ্গে উনার কী হয়েছে? আর কে কাইল্যা কাইল্যা বলল, দোষ হলো আমার ভাই! এটা সবচেয়ে বড় অভিযোগ।
সবসময় কী অভিযোগের তীর আপনার দিকেই থাকে? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, এ নিউজটা তো আসলে নিউজই না। আর এটা কোনো কথাই না। আর হুট করে কেউ যদি এসে আপনাকে সিনক্রেট করে আর ব্লেইম দেয়, এটাতো আসলে লজ্জাজনক। মাঠের খেলায় উনার সঙ্গে আমার যদি এমনটি হতো তাহলে সেটা আলাদা বিষয় ছিল। উনারা খেলছে এক মাঠে আর আমরা খেলেছি আরেক মাঠে। সেক্ষেত্রে উনার সঙ্গে আমাকে নিয়ে যে অভিযোগ উঠেছে তা তো কখনই সম্ভব না।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখন আপনার বিরুদ্ধে শাস্তি দাবি করছে।
এ ব্যাপারে সাব্বির বলেন, কিসের বিষয়ে, কিসের জন্য শাস্তি চায়! কিসের শাস্তি।
প্রসঙ্গত, বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। এই ম্যাচ চলাকালীন শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে- কাইল্যা, কাইল্যা বলে হেয় করেন সাব্বির।
সাব্বিরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর লিখিত অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ।