সকালে দেশে ফিরবেন মুমিনুলরা
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের একমাত্র টেস্টে জয়ের পর মঙ্গলবার সকালে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে টেস্ট স্পেশালিস্ট সাতজন ক্রিকেটারের।
রোববার ভোর ৪টায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম, এবাদত হোসেন, ইয়াসির আলী রাব্বি, নাইম হাসান ও আবু জায়েদ রাহিরা জিম্বাবুয়ের বিমানবন্দরে যান।
সেখান থেকে তাদের প্রথম গন্তব্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। দুই থেকে আড়াই ঘন্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ পৌঁছে তিন ঘণ্টার যাত্রা বিরতি। এরপর কাতার এয়ারওয়েজে সরাসরি দোহা হয়ে আবার ঢাকা।
সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে মুমিনুলসহ ৭জন তারকা ক্রিকেটারের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সকালে দেশে ফিরবেন মুমিনুলরা
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের একমাত্র টেস্টে জয়ের পর মঙ্গলবার সকালে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে টেস্ট স্পেশালিস্ট সাতজন ক্রিকেটারের।
রোববার ভোর ৪টায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম, এবাদত হোসেন, ইয়াসির আলী রাব্বি, নাইম হাসান ও আবু জায়েদ রাহিরা জিম্বাবুয়ের বিমানবন্দরে যান।
সেখান থেকে তাদের প্রথম গন্তব্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। দুই থেকে আড়াই ঘন্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ পৌঁছে তিন ঘণ্টার যাত্রা বিরতি। এরপর কাতার এয়ারওয়েজে সরাসরি দোহা হয়ে আবার ঢাকা।
সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে মুমিনুলসহ ৭জন তারকা ক্রিকেটারের।