পুলিশের সাহায্য নিয়ে ভক্তদের থেকে বাঁচলেন মেসি (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২১, ১৪:২৫:৪৪ | অনলাইন সংস্করণ
কোপা আমেরিকার শিরোপা ঘরে আনার পর তিন সপ্তাহের ছুটি পেয়েছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি।
আর ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিন্তু সেখানেও স্ত্রী-সন্তানদের নিয়ে অবকাশ উদযাপন করতে পারছেন না মেসি।
যেখানেই যাচ্ছেন ভিড় জমাচ্ছে তার ভক্তরা। এই করোনা সংক্রমণের বিষয়টির মাঝেও ভিড়ের মাঝে খুঁজতে হচ্ছে মেসিকে।
যুক্তরাষ্ট্রের তরুণরা মহাতারকার সঙ্গে সেলফি তুলতে আসছেন। প্রথম দিকে ভক্তদের আবদার মেটালেও বিষয়টি এখন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া নিরাপত্তাসহ করোনার চোখরাঙানি তো আছেই।
শুক্রবার এমনই বিড়ম্বনার শিকার হয়েছেন মেসি। এদিন মিয়ামির সার্ফসাইড অঞ্চলে একটা ক্যাফেতে গিয়েছিলেন বিশ্বফুটবলের ছন্দের জাদুকর। কফি পান শেষে ক্যাফে থেকে বেরিয়েই দেখেন ভক্তদের বিশাল একটা ঝাঁক তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখেই রীতিমতো ঝাঁপিয়ে পড়ে ভক্তরা। সেলফি তোলার আসায় শুরু হয় হুড়োহুড়ির প্রতিযোগিতা। মেসিকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে তার নিরাপত্তা কর্মীরা তাকে বেষ্টনি দিয়ে নিয়ে যেতে থাকেন। তবুও পরিস্থিতি জটিলই হতে থাকে। অবস্থা এমনই দাঁড়ায় যে,শেষমেশ পুলিশের সাহায্য নিয়ে সেই স্থান ত্যাগ করতে সক্ষম হন মেসি।
ভিডিওটি দেখুন -
Look at the crowd surrounding Messi while he's on vacation in Miami ?
— B/R Football (@brfootball) July 16, 2021
(?: @TNTSportsAR)pic.twitter.com/S32607LTCu
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুলিশের সাহায্য নিয়ে ভক্তদের থেকে বাঁচলেন মেসি (ভিডিও)
কোপা আমেরিকার শিরোপা ঘরে আনার পর তিন সপ্তাহের ছুটি পেয়েছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি।
আর ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিন্তু সেখানেও স্ত্রী-সন্তানদের নিয়ে অবকাশ উদযাপন করতে পারছেন না মেসি।
যেখানেই যাচ্ছেন ভিড় জমাচ্ছে তার ভক্তরা। এই করোনা সংক্রমণের বিষয়টির মাঝেও ভিড়ের মাঝে খুঁজতে হচ্ছে মেসিকে।
যুক্তরাষ্ট্রের তরুণরা মহাতারকার সঙ্গে সেলফি তুলতে আসছেন। প্রথম দিকে ভক্তদের আবদার মেটালেও বিষয়টি এখন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া নিরাপত্তাসহ করোনার চোখরাঙানি তো আছেই।
শুক্রবার এমনই বিড়ম্বনার শিকার হয়েছেন মেসি। এদিন মিয়ামির সার্ফসাইড অঞ্চলে একটা ক্যাফেতে গিয়েছিলেন বিশ্বফুটবলের ছন্দের জাদুকর। কফি পান শেষে ক্যাফে থেকে বেরিয়েই দেখেন ভক্তদের বিশাল একটা ঝাঁক তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখেই রীতিমতো ঝাঁপিয়ে পড়ে ভক্তরা। সেলফি তোলার আসায় শুরু হয় হুড়োহুড়ির প্রতিযোগিতা। মেসিকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে তার নিরাপত্তা কর্মীরা তাকে বেষ্টনি দিয়ে নিয়ে যেতে থাকেন। তবুও পরিস্থিতি জটিলই হতে থাকে। অবস্থা এমনই দাঁড়ায় যে,শেষমেশ পুলিশের সাহায্য নিয়ে সেই স্থান ত্যাগ করতে সক্ষম হন মেসি।
ভিডিওটি দেখুন -
Look at the crowd surrounding Messi while he's on vacation in Miami ?
— B/R Football (@brfootball) July 16, 2021
(?: @TNTSportsAR)pic.twitter.com/S32607LTCu