সাকিবের অনন্য মাইলফলক ছোঁয়া নিয়ে যা বললেন শিশির
স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ২৩:২১:১১ | অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের চারটিতে সাদামাটা পারফরম্যান্স ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে তার রান ১০৩ আর বল হাতে মাত্র ৩ উইকেট।
তবে এই পারফরম্যান্সের চেয়েও যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব- চতুর্থ ম্যাচে এক ওভারেই ৩০ রান দিয়েছেন সাকিব। চার ওভারে দিয়েছেন ৫০ রান!
এ নিয়ে ক্রিকেট অনুরাগীরা যখন সাকিবকে তুলোধোনা করছিলেন তখন এ অলরাউন্ডারের হয়ে কথা বলেছিলেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির।
নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, সাকিব ফিরে আসবেন, পরের (শেষ) ম্যাচেই। জাত চেনাবেন তার।
সাকিবকে দলের মূল পারফরমার উল্লেখ করে শিশির জানিয়েছিলেন, সাকিব যে ম্যাচে খারাপ খেলে তাতে হেরে যায় বাংলাদেশ। তিনি শেষ ম্যাচেই ফিরবেন।
আর সাকিব যেন স্ত্রীর কথা রাখলেন। ব্যাট হাতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন। আজ সাকিবের বোলিং ফিগার ৩.৪-১-৯-৪
মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট। টি-টোয়েন্টির মতো ফরম্যাটে ১টি মেডেনও আছে!
এদিকে আজ ব্যাট হাতে ২০ বলে ১১ রান আর প্রথম দুই উইকেট নিয়ে (ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নার) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।
ক্রিকেট বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সাকিব ব্যাট হাতে ১ হাজার রান সংগ্রহের পাশাপাশি শিকার করেন ১০০ উইকেট।
সাকিবের এভাবে ফিরে আসা আর মাইলফলক ছোঁয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন উম্মে আহমেদ শিশির। লিখেছেন, ‘এবং এটা একটা দুর্দান্ত জয়। সিরিজের শেষটা অসাধারণ। আমার প্রিয়তম (সাকিব আল হাসান) তোমাকে অভিনন্দন এমন অসাধারণ মাইলফলক ছোঁয়ার জন্য। তুমি তো গোটা সিরিজে আঙুলে (তর্জনি) চোট নিয়েই খেলেছ। বল গ্রিপে নিতে কষ্ট হয়েছে তোমার। তবুও তুমি তোমার ১০০ শতাংশই ঢেলে দিয়েছ। তুমি বহুবার প্রমাণ করেছ যে তোমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই। এমন মধুর জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিবের অনন্য মাইলফলক ছোঁয়া নিয়ে যা বললেন শিশির
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের চারটিতে সাদামাটা পারফরম্যান্স ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে তার রান ১০৩ আর বল হাতে মাত্র ৩ উইকেট।
তবে এই পারফরম্যান্সের চেয়েও যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব- চতুর্থ ম্যাচে এক ওভারেই ৩০ রান দিয়েছেন সাকিব। চার ওভারে দিয়েছেন ৫০ রান!
এ নিয়ে ক্রিকেট অনুরাগীরা যখন সাকিবকে তুলোধোনা করছিলেন তখন এ অলরাউন্ডারের হয়ে কথা বলেছিলেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির।
নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, সাকিব ফিরে আসবেন, পরের (শেষ) ম্যাচেই। জাত চেনাবেন তার।
সাকিবকে দলের মূল পারফরমার উল্লেখ করে শিশির জানিয়েছিলেন, সাকিব যে ম্যাচে খারাপ খেলে তাতে হেরে যায় বাংলাদেশ। তিনি শেষ ম্যাচেই ফিরবেন।
আর সাকিব যেন স্ত্রীর কথা রাখলেন। ব্যাট হাতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন। আজ সাকিবের বোলিং ফিগার ৩.৪-১-৯-৪
মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট। টি-টোয়েন্টির মতো ফরম্যাটে ১টি মেডেনও আছে!
এদিকে আজ ব্যাট হাতে ২০ বলে ১১ রান আর প্রথম দুই উইকেট নিয়ে (ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নার) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।
ক্রিকেট বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সাকিব ব্যাট হাতে ১ হাজার রান সংগ্রহের পাশাপাশি শিকার করেন ১০০ উইকেট।
সাকিবের এভাবে ফিরে আসা আর মাইলফলক ছোঁয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন উম্মে আহমেদ শিশির। লিখেছেন, ‘এবং এটা একটা দুর্দান্ত জয়। সিরিজের শেষটা অসাধারণ। আমার প্রিয়তম (সাকিব আল হাসান) তোমাকে অভিনন্দন এমন অসাধারণ মাইলফলক ছোঁয়ার জন্য। তুমি তো গোটা সিরিজে আঙুলে (তর্জনি) চোট নিয়েই খেলেছ। বল গ্রিপে নিতে কষ্ট হয়েছে তোমার। তবুও তুমি তোমার ১০০ শতাংশই ঢেলে দিয়েছ। তুমি বহুবার প্রমাণ করেছ যে তোমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই। এমন মধুর জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন।’