শেখ রাসেল জুনিয়র বক্সিংয়ে রাজশাহী চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
২১ অক্টোবর ২০২১, ০১:০৪:০৪ | অনলাইন সংস্করণ
শেখ রাসেল ক্লাব কাপ জুনিয়র বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী মডার্ন বক্সিং ক্লাব।
বুধবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৪টি স্বর্ণ পদক জিতে সেরা হয়। ২টি স্বর্ণ জিতে রানার্সআপ হয় যশোরের মোমিননগর প্রীতি পরিষদ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন আনসারের মহাপরিচালক ও বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, সিনিয়র সচিব আখতার হোসেন, ফেডারেশনের সহসভাপতি শেখ মারুফ হাসান ও নিজামউদ্দিন চৌধুরী পারভেজ এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেখ রাসেল জুনিয়র বক্সিংয়ে রাজশাহী চ্যাম্পিয়ন
শেখ রাসেল ক্লাব কাপ জুনিয়র বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী মডার্ন বক্সিং ক্লাব।
বুধবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৪টি স্বর্ণ পদক জিতে সেরা হয়। ২টি স্বর্ণ জিতে রানার্সআপ হয় যশোরের মোমিননগর প্রীতি পরিষদ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন আনসারের মহাপরিচালক ও বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, সিনিয়র সচিব আখতার হোসেন, ফেডারেশনের সহসভাপতি শেখ মারুফ হাসান ও নিজামউদ্দিন চৌধুরী পারভেজ এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।