১৪ মিনিটে বেনফিকার জালে বায়ার্নের এক হালি (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১০:৪৭:২৮ | অনলাইন সংস্করণ
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে ঘরের মাঠে ডিফেন্ডার পিকের একমাত্র গোলে শেষ রক্ষা হয়েছে বার্সেলোনার।
একই দিনে বেনফিকার জালে এক হালি গোল জমা করে উচ্ছ্বাসে মাতল জার্মান দল বায়ার্ন মিউনিখ।
পর্তুগালের লিসবনে বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে।
জোড়া গোল করেছেন লেরয় সানে, একটি এসেছে রবের্ত লেওয়াডস্কির পা ছুঁয়ে। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।
এ নিয়ে লিগে প্রথম তিন ম্যাচেই জিতল বায়ার্ন।
ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে বায়ার্ন গোলের জন্য ২১টি শট নেয়, যার সাতটি লক্ষ্যে ছিল। বেনফিকার আট শটের তিনটি ছিল লক্ষ্যে।
৭০তম মিনিটে ২৫ গজ দূর থেকে অসাধারণ ফ্রি-কিকে বায়ার্নকে এগিয়ে নেন সানে। ৮০তম মিনিটে বেনফিকার এভেরটনের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০।
পরের চার মিনিটে স্বাগতিকদের জালে আরও দুবার বল পাঠান সফরকারীরা। লেওয়ানডস্কি ব্যবধান বাড়ানোর পর নিজের দ্বিতীয় গোলটি করেন লেরয় সানে।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা।
আরেক ম্যাচে দিনামোকে ১-০ গোলে হারানো বার্সেলোনা ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। দিনামোর ১ পয়েন্ট।
ম্যাচ হাইলাইটস দেখুন -
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৪ মিনিটে বেনফিকার জালে বায়ার্নের এক হালি (ভিডিও)
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে ঘরের মাঠে ডিফেন্ডার পিকের একমাত্র গোলে শেষ রক্ষা হয়েছে বার্সেলোনার।
একই দিনে বেনফিকার জালে এক হালি গোল জমা করে উচ্ছ্বাসে মাতল জার্মান দল বায়ার্ন মিউনিখ।
পর্তুগালের লিসবনে বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে।
জোড়া গোল করেছেন লেরয় সানে, একটি এসেছে রবের্ত লেওয়াডস্কির পা ছুঁয়ে। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।
এ নিয়ে লিগে প্রথম তিন ম্যাচেই জিতল বায়ার্ন।
ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে বায়ার্ন গোলের জন্য ২১টি শট নেয়, যার সাতটি লক্ষ্যে ছিল। বেনফিকার আট শটের তিনটি ছিল লক্ষ্যে।
৭০তম মিনিটে ২৫ গজ দূর থেকে অসাধারণ ফ্রি-কিকে বায়ার্নকে এগিয়ে নেন সানে। ৮০তম মিনিটে বেনফিকার এভেরটনের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০।
পরের চার মিনিটে স্বাগতিকদের জালে আরও দুবার বল পাঠান সফরকারীরা। লেওয়ানডস্কি ব্যবধান বাড়ানোর পর নিজের দ্বিতীয় গোলটি করেন লেরয় সানে।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা।
আরেক ম্যাচে দিনামোকে ১-০ গোলে হারানো বার্সেলোনা ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। দিনামোর ১ পয়েন্ট।
ম্যাচ হাইলাইটস দেখুন -