আইসিসি টুর্নামেন্টে শেষ ছয় জয়ে ম্যাচসেরা সাকিব
স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ২০:৪৯:৫২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব শেষ ছয়টি ম্যাচে জয়ের নায়ক সাকিব আল হাসান। সর্বশেষ ছয়টি জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব। ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান সংগ্রহের পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানে শিকার করেন ৪ উইকেট। এমন নান্দনিক পারফরম্যান্সের সুবাদে দলের জয়ে ম্যাচ সেরা হন সাকিব।
এদিন ম্যাচ সেরা হওয়ার মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ ছয়টি জয়ে পুরস্কার জিতলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই ম্যাচের আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচেও অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা হন সাকিব।
এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে ম্যাচ সেরা হন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইসিসি টুর্নামেন্টে শেষ ছয় জয়ে ম্যাচসেরা সাকিব
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব শেষ ছয়টি ম্যাচে জয়ের নায়ক সাকিব আল হাসান। সর্বশেষ ছয়টি জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব। ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান সংগ্রহের পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানে শিকার করেন ৪ উইকেট। এমন নান্দনিক পারফরম্যান্সের সুবাদে দলের জয়ে ম্যাচ সেরা হন সাকিব।
এদিন ম্যাচ সেরা হওয়ার মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ ছয়টি জয়ে পুরস্কার জিতলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই ম্যাচের আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচেও অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা হন সাকিব।
এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে ম্যাচ সেরা হন তিনি।