বিরতিতে মাঠেই নামাজ পড়লেন রিজওয়ান, ভিডিও ভাইরাল
স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০১:০৩:১০ | অনলাইন সংস্করণ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস গড়ল পাকিস্তান। বিরাট কোহলির দলকে পাত্তাই দিল না বাবর আজমের দল।
বোলিং ও ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়ে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেছে পাকিস্তান। তাও আবার ১০ উইকেটে।
এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়কেও ছাপিয়ে গেছে যে বিষয়টি তাহলো, পানীয় বিরতিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সালাত আদায়ের ঘটনাটি।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবার আজম। শুরুতেই পেসার শাহীন শাহ আফ্রিদিকে নাকাল হয়ে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ভারত অধিনায়ক কোহলি একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় পানীয় বিরতি দিলে সেই সুযোগে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান এমন কিছু করেন, যা কোটি ভক্তের হৃদয় জয় করেছে।
রিজওয়ান তার গ্লাভস এবং হেলমেট খুলে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে মাগরিবের নামাজ আদায়করেন। লাইভ চলাকালীন একজন খেলোয়াড়ের স্রষ্টার প্রতি এই আত্মসমর্পনের দৃশ্য গোটা মাঠে পবিত্র এক আবহের তৈরি করে। গ্যালারি দর্শকরাও চিৎকার- চ্যাচামেচি ছেড়ে অন্যরকম অনুভূতিতে মিশে যায়।
রিজওয়ানের এই সালাত আদায়ের বিষয়টি ক্রিকেটপাগলদের এতোটাই নাড়া দিয়েছে যে, মুহূর্তেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরা রিজওয়ানের সালাত আদায়ের ভিডিও প্রচুর শেয়ার করছেন।
টুইটার , ফেসবুক, ইনস্টায় ভিডিওটি সয়লাব এখন। রিজওয়ানের ভূয়সী প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
ভিডিওটি দেখুন -
Rizwan during drinks break #PAKvIND pic.twitter.com/gqyLmLPdsG
— Salman Naseer (@salnaseer) October 24, 2021
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিরতিতে মাঠেই নামাজ পড়লেন রিজওয়ান, ভিডিও ভাইরাল
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস গড়ল পাকিস্তান। বিরাট কোহলির দলকে পাত্তাই দিল না বাবর আজমের দল।
বোলিং ও ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়ে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেছে পাকিস্তান। তাও আবার ১০ উইকেটে।
এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়কেও ছাপিয়ে গেছে যে বিষয়টি তাহলো, পানীয় বিরতিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সালাত আদায়ের ঘটনাটি।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবার আজম। শুরুতেই পেসার শাহীন শাহ আফ্রিদিকে নাকাল হয়ে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ভারত অধিনায়ক কোহলি একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় পানীয় বিরতি দিলে সেই সুযোগে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান এমন কিছু করেন, যা কোটি ভক্তের হৃদয় জয় করেছে।
রিজওয়ান তার গ্লাভস এবং হেলমেট খুলে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে মাগরিবের নামাজ আদায় করেন। লাইভ চলাকালীন একজন খেলোয়াড়ের স্রষ্টার প্রতি এই আত্মসমর্পনের দৃশ্য গোটা মাঠে পবিত্র এক আবহের তৈরি করে। গ্যালারি দর্শকরাও চিৎকার- চ্যাচামেচি ছেড়ে অন্যরকম অনুভূতিতে মিশে যায়।
রিজওয়ানের এই সালাত আদায়ের বিষয়টি ক্রিকেটপাগলদের এতোটাই নাড়া দিয়েছে যে, মুহূর্তেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরা রিজওয়ানের সালাত আদায়ের ভিডিও প্রচুর শেয়ার করছেন।
টুইটার , ফেসবুক, ইনস্টায় ভিডিওটি সয়লাব এখন। রিজওয়ানের ভূয়সী প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
ভিডিওটি দেখুন -
Rizwan during drinks break #PAKvIND pic.twitter.com/gqyLmLPdsG
— Salman Naseer (@salnaseer) October 24, 2021