লিটনকে পাকিস্তানি ক্রিকেটারদের অভিনন্দন, হাসান আলীর ‘কোলাকুলি’
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১৭:১২:৩৬ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন দাসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের তরুণ তারকা পেসার হাসান আলী অন্যদের চেয়ে একটু বেশি সৌজন্যতা দেখিয়েছেন লিটনকে।
প্রথম দিনের খেলা শেষে লিটন যখন ১১৩ রানে অপরাজিত থেকে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন পাকিস্তানের ক্রিকেটাররা সেঞ্চুরিয়ান লিটনকে অভিনন্দন জানান। হাসান আলী এসে লিটনের সঙ্গে কোলাকুলি করেন।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে চলমান টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফের গতি আর সাজিদ খানের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে দলীয় ৪৯ রানেই একের পর এক সাজঘরে ফেরেন সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।
এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে তারা ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো অবস্থানে রেখে প্রথম দিনের খেলা শেষ করেন।
পাকিস্তানের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিং করে ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে যান লিটন। প্রথম দিনে ২২৫ বল খেলে ১১টি চার ও এক ছক্কায় ১১৩ রান করে অপরাজিত আছেন লিটন। ১৯০ বল খেলে ১০টি চারের সাহায্যে ৮২ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকু রহিম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৮৫ ওভারে ২৫৩/৪ (লিটন দাস ১১৩*, মুশফিকুর রহিম ৮২*, সাদমান ইসলাম ১৪, সাইফ হাসান ১৪, নাজমুল হোসেন শান্ত ১৪, মুমিনুল হক ৬)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লিটনকে পাকিস্তানি ক্রিকেটারদের অভিনন্দন, হাসান আলীর ‘কোলাকুলি’
বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন দাসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের তরুণ তারকা পেসার হাসান আলী অন্যদের চেয়ে একটু বেশি সৌজন্যতা দেখিয়েছেন লিটনকে।
প্রথম দিনের খেলা শেষে লিটন যখন ১১৩ রানে অপরাজিত থেকে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন পাকিস্তানের ক্রিকেটাররা সেঞ্চুরিয়ান লিটনকে অভিনন্দন জানান। হাসান আলী এসে লিটনের সঙ্গে কোলাকুলি করেন।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে চলমান টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফের গতি আর সাজিদ খানের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে দলীয় ৪৯ রানেই একের পর এক সাজঘরে ফেরেন সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।
এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে তারা ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো অবস্থানে রেখে প্রথম দিনের খেলা শেষ করেন।
পাকিস্তানের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিং করে ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে যান লিটন। প্রথম দিনে ২২৫ বল খেলে ১১টি চার ও এক ছক্কায় ১১৩ রান করে অপরাজিত আছেন লিটন। ১৯০ বল খেলে ১০টি চারের সাহায্যে ৮২ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকু রহিম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৮৫ ওভারে ২৫৩/৪ (লিটন দাস ১১৩*, মুশফিকুর রহিম ৮২*, সাদমান ইসলাম ১৪, সাইফ হাসান ১৪, নাজমুল হোসেন শান্ত ১৪, মুমিনুল হক ৬)।