‘ভারত না পাকিস্তান?’ শোয়েবের প্রশ্নে যে জবাব দিলেন সানিয়া (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৪:৪১:২২ | অনলাইন সংস্করণ
ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটের লড়াইয়ে।
আর সেই প্রভাবের প্রায় সবটুকুই আছড়ে পড়ে পাক অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সংসারে।
পাক-ভারত দ্বৈরথ মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শোয়েব-সানিয়া জুটি।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় গ্যালারিতে দাঁড়িয়ে স্বামীকে সমর্থন করায় তুমুল সমালোচনার মুখে পড়েন সানিয়া মির্জা।
ভারতীয় হয়েও কেন পাকিস্তানকে সমর্থন করছেন সে প্রশ্ন তোলেন অনেকে। কিন্তু সানিয়া জানান, তিনি পাকিস্তানকে নয় তার স্বামীর ভালো খেলায় সমর্থন দিয়েছেন।
সম্প্রতি সানিয়াকে একই প্রশ্ন করেন তার স্বামী শোয়েব মালিক। স্ত্রীকে জিজ্ঞেস করেন, কাকে সমর্থন করেন তিনি?
অবশ্য শোয়েবকে এই প্রশ্ন করার সুযোগটা এনে দেন সানিয়া মির্জাই।
সম্প্রতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই সানিয়াকে এই প্রশ্ন ছুঁড়েন শোয়েব।
অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক সানিয়া মির্জাকে জিজ্ঞাসা করেন, কোন প্রশ্নে আপনি বেশি রেগে যান।
সানিয়া বলেন, আমাকে কখনও ভারত-পাকিস্তান ম্যাচ চলার সময়, ‘কাকে বেশি সমর্থন করেন’- এই ধরনের প্রশ্ন করবেন না। এই প্রশ্নটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়।
ঠিক এই সময় অনুষ্ঠানে আসেন শোয়েব মালিক। তিনি সহধর্মিণীকে ক্ষেপাতে ঠিক ওই প্রশ্নটাই করেন, ‘সত্যি করে বলো তো, যখন ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয়, তখন তুমি কাকে সাপোর্ট করো?’
সানিয়া পাল্টা প্রশ্ন, ‘যখন টেনিসে ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তখন তুমি কাকে সাপোর্ট করবে?’
রোমান্টিকতা মিশিয়ে জবাব দেন শোয়েব মালিক। বলেন, ‘আমি নিজের বউকেই সাপোর্ট করব। কিন্তু আমি নিজের দেশকেও ভালোবাসি।’
জবাবে সানিয়া বলেন, ‘আমারও সেই একই উত্তর। আর কোনোদিন আমাকে এই প্রশ্ন করবে না।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘ভারত না পাকিস্তান?’ শোয়েবের প্রশ্নে যে জবাব দিলেন সানিয়া (ভিডিও)
ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটের লড়াইয়ে।
আর সেই প্রভাবের প্রায় সবটুকুই আছড়ে পড়ে পাক অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সংসারে।
পাক-ভারত দ্বৈরথ মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শোয়েব-সানিয়া জুটি।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় গ্যালারিতে দাঁড়িয়ে স্বামীকে সমর্থন করায় তুমুল সমালোচনার মুখে পড়েন সানিয়া মির্জা।
ভারতীয় হয়েও কেন পাকিস্তানকে সমর্থন করছেন সে প্রশ্ন তোলেন অনেকে। কিন্তু সানিয়া জানান, তিনি পাকিস্তানকে নয় তার স্বামীর ভালো খেলায় সমর্থন দিয়েছেন।
সম্প্রতি সানিয়াকে একই প্রশ্ন করেন তার স্বামী শোয়েব মালিক। স্ত্রীকে জিজ্ঞেস করেন, কাকে সমর্থন করেন তিনি?
অবশ্য শোয়েবকে এই প্রশ্ন করার সুযোগটা এনে দেন সানিয়া মির্জাই।
সম্প্রতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই সানিয়াকে এই প্রশ্ন ছুঁড়েন শোয়েব।
অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক সানিয়া মির্জাকে জিজ্ঞাসা করেন, কোন প্রশ্নে আপনি বেশি রেগে যান।
সানিয়া বলেন, আমাকে কখনও ভারত-পাকিস্তান ম্যাচ চলার সময়, ‘কাকে বেশি সমর্থন করেন’- এই ধরনের প্রশ্ন করবেন না। এই প্রশ্নটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়।
ঠিক এই সময় অনুষ্ঠানে আসেন শোয়েব মালিক। তিনি সহধর্মিণীকে ক্ষেপাতে ঠিক ওই প্রশ্নটাই করেন, ‘সত্যি করে বলো তো, যখন ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয়, তখন তুমি কাকে সাপোর্ট করো?’
সানিয়া পাল্টা প্রশ্ন, ‘যখন টেনিসে ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তখন তুমি কাকে সাপোর্ট করবে?’
রোমান্টিকতা মিশিয়ে জবাব দেন শোয়েব মালিক। বলেন, ‘আমি নিজের বউকেই সাপোর্ট করব। কিন্তু আমি নিজের দেশকেও ভালোবাসি।’
জবাবে সানিয়া বলেন, ‘আমারও সেই একই উত্তর। আর কোনোদিন আমাকে এই প্রশ্ন করবে না।’