এলপিএলে আল আমিনের সাফল্য
শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলছেন বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন।
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ফিল স্লেটের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ডাম্বুলা গ্ল্যাডিয়েটর্স।
২৭ বলে ৪টি বাউন্ডারি আর ৫৬টি ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন ফিল। এছাড়া ২৩ বলে ৩৭ রান করেন নিরশন ডিকওয়েলা। চার ওভারের ৩৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন আল আমিন।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আল আমিনদের ক্যারিন্ড ওয়ারিয়র্স। মিডল অর্ডারে অধিনায়ক অ্যাঞ্জোলো ও রোভম্যান পাওয়ালের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ১৭০/৮ রান তুলতে সক্ষম হয় ক্যান্ডি। ২০ রানের জয় পায় ডাম্বুলা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এলপিএলে আল আমিনের সাফল্য
শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলছেন বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন।
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ফিল স্লেটের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ডাম্বুলা গ্ল্যাডিয়েটর্স।
২৭ বলে ৪টি বাউন্ডারি আর ৫৬টি ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন ফিল। এছাড়া ২৩ বলে ৩৭ রান করেন নিরশন ডিকওয়েলা। চার ওভারের ৩৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন আল আমিন।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আল আমিনদের ক্যারিন্ড ওয়ারিয়র্স। মিডল অর্ডারে অধিনায়ক অ্যাঞ্জোলো ও রোভম্যান পাওয়ালের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ১৭০/৮ রান তুলতে সক্ষম হয় ক্যান্ডি। ২০ রানের জয় পায় ডাম্বুলা।