প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না লিটনকে
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসকে পাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২২ জানুয়ারি সিলেট সানরাইজার্স আর ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ছুটিতে থাকবেন ডানহাতি ব্যাটসম্যান লিটন।
সব কিছু ঠিক থাকলে ৩১ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবেন প্লেয়ার্স ড্রাফট থেকে শুরুতেই দল পাওয়া লিটন।
বিপিএল শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা সিরিজ শেষে ফেরার পর দুই-একদিন ছুটি চাইলে তারা সে ব্যবস্থা করবেন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন লিটন। পাকিস্তান সিরিজ শেষ করার পর বাড়ি ফেরার সুযোগ হয়নি, ওই রাতেই নিউজিল্যান্ড যায় বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডে ১০ দিনের কোয়ারেন্টিন ও দুই টেস্ট মিলিয়ে মাস দেড়েকের সফর শেষে শনিবার বিকালে দেশে ফেরেন লিটন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না লিটনকে
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসকে পাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২২ জানুয়ারি সিলেট সানরাইজার্স আর ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ছুটিতে থাকবেন ডানহাতি ব্যাটসম্যান লিটন।
সব কিছু ঠিক থাকলে ৩১ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবেন প্লেয়ার্স ড্রাফট থেকে শুরুতেই দল পাওয়া লিটন।
বিপিএল শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা সিরিজ শেষে ফেরার পর দুই-একদিন ছুটি চাইলে তারা সে ব্যবস্থা করবেন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন লিটন। পাকিস্তান সিরিজ শেষ করার পর বাড়ি ফেরার সুযোগ হয়নি, ওই রাতেই নিউজিল্যান্ড যায় বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডে ১০ দিনের কোয়ারেন্টিন ও দুই টেস্ট মিলিয়ে মাস দেড়েকের সফর শেষে শনিবার বিকালে দেশে ফেরেন লিটন।