সৌম্যসহ একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দুঃসংবাদ। জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারসহ বেশ কয়েকজন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।
করোনা পজিটিভ হওয়া ক্রিকেটারদের আইসোলেশনে থাকতে হবে। বাকিদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা যায়, জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে পিসিআর টেস্টে মোট চার থেকে পাঁচজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তার মধ্যে আছেন খুলনা টাইগার্সের তারকা ওপেনার সৌম্য সরকার।
২১ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী দিনে খুলনা তাদের প্রথম ম্যাচ খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে। আর ২৪ জানুয়ারি চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে খুলনা। এই দুই ম্যাচে করোনা আক্রান্ত সৌম্যর খেলা অনিশ্চিত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সৌম্যসহ একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দুঃসংবাদ। জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারসহ বেশ কয়েকজন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।
করোনা পজিটিভ হওয়া ক্রিকেটারদের আইসোলেশনে থাকতে হবে। বাকিদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা যায়, জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে পিসিআর টেস্টে মোট চার থেকে পাঁচজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তার মধ্যে আছেন খুলনা টাইগার্সের তারকা ওপেনার সৌম্য সরকার।
২১ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী দিনে খুলনা তাদের প্রথম ম্যাচ খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে। আর ২৪ জানুয়ারি চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে খুলনা। এই দুই ম্যাচে করোনা আক্রান্ত সৌম্যর খেলা অনিশ্চিত।