‘কোহলির অধিনায়কত্ব ছাড়ার অপেক্ষায় ছিলেন রোহিত-রাহুলরা’
স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ২০:৪৭:৫৪ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর গত রোববার হঠাৎ করেই ভারতের টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি।
বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের নেতৃত্ব ছাড়া নিয়ে সারা বিশ্বেই আলোচনা হচ্ছে। কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
রশিদ লতিফ বিরাট কোহলির ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার জন্য আঙুল তুলেছেন দলটির তারকা দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার দিকে।
ইউটিউব শো কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেছেন, কোহলি একজন বিশ্ব তারকা। ভারত এরপর কাকে অধিনায়ক করবে? রোহিত ফিট নয়। সে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আবার লোকেশ রাহুল অধিনায়ক হওয়ার যোগ্য নয়।
পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, আমি খেলোয়াড়দের মানসিকতা ঠিক বুঝতে পারিনি। আমি সবার প্রতিক্রিয়া দেখলাম। লোকেশ রাহুল, রোহিত শর্মা, সবাই কোহলির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি মেনে নিয়েছে। যদি তোমরা মনে করো যে কোহলি এতই ভালো, তাহলে কেন তোমরা তার পদত্যাগ মেনে নিলে? দেখে মনে হচ্ছে যেন তোমরা অপেক্ষা করছিলে কোহলি কখন পদত্যাগ করবে।
কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ভারতীয় দলের নতুন অধিনায়ক হওয়ার প্রধান দুই দাবিদার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাই বিরাট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় রোহিতরা বেশি খুশি হয়েছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘কোহলির অধিনায়কত্ব ছাড়ার অপেক্ষায় ছিলেন রোহিত-রাহুলরা’
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর গত রোববার হঠাৎ করেই ভারতের টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি।
বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের নেতৃত্ব ছাড়া নিয়ে সারা বিশ্বেই আলোচনা হচ্ছে। কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
রশিদ লতিফ বিরাট কোহলির ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার জন্য আঙুল তুলেছেন দলটির তারকা দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার দিকে।
ইউটিউব শো কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেছেন, কোহলি একজন বিশ্ব তারকা। ভারত এরপর কাকে অধিনায়ক করবে? রোহিত ফিট নয়। সে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আবার লোকেশ রাহুল অধিনায়ক হওয়ার যোগ্য নয়।
পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, আমি খেলোয়াড়দের মানসিকতা ঠিক বুঝতে পারিনি। আমি সবার প্রতিক্রিয়া দেখলাম। লোকেশ রাহুল, রোহিত শর্মা, সবাই কোহলির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি মেনে নিয়েছে। যদি তোমরা মনে করো যে কোহলি এতই ভালো, তাহলে কেন তোমরা তার পদত্যাগ মেনে নিলে? দেখে মনে হচ্ছে যেন তোমরা অপেক্ষা করছিলে কোহলি কখন পদত্যাগ করবে।
কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ভারতীয় দলের নতুন অধিনায়ক হওয়ার প্রধান দুই দাবিদার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাই বিরাট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় রোহিতরা বেশি খুশি হয়েছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা।