আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে আছেন যারা
ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশ থেকে একমাত্র মোস্তাফিজুর রহমান জায়গা পেয়েছেন। তবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিন তারকা। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকু রহিম ও মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার ঘোষিত আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।
টেস্টের সাদা পোশাকে ২০২১ সালে প্রত্যাশিত পারফরম্যান্স করে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত-পাকিস্তানের তিনজন করে তারকা ক্রিকেটার।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করে একাদশ ঘোষণা করেছে আইসিসি।
বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার। তারা হলেন- ফাওয়াদ আলম, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।
ভারতের তিন তারকা হলেন- রোহিত শর্মা, ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন দুইজন আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকা থেকে একজন করে।
বর্ষসেরা টেস্ট একাদশ: দিমুথ করুনারত্নে (শ্রীলংকা), রোহিত শর্মা (ভারত), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, ভারত) রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে আছেন যারা
ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশ থেকে একমাত্র মোস্তাফিজুর রহমান জায়গা পেয়েছেন। তবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিন তারকা। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকু রহিম ও মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার ঘোষিত আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।
টেস্টের সাদা পোশাকে ২০২১ সালে প্রত্যাশিত পারফরম্যান্স করে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত-পাকিস্তানের তিনজন করে তারকা ক্রিকেটার।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করে একাদশ ঘোষণা করেছে আইসিসি।
বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার। তারা হলেন- ফাওয়াদ আলম, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।
ভারতের তিন তারকা হলেন- রোহিত শর্মা, ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন দুইজন আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকা থেকে একজন করে।
বর্ষসেরা টেস্ট একাদশ: দিমুথ করুনারত্নে (শ্রীলংকা), রোহিত শর্মা (ভারত), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, ভারত) রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।