অধিনায়ককে বোল্ড করলেন অধিনায়ক
ছক্কা দিয়ে বিপিএলের প্রথম বলটি শুরু করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম।
সাকিব-নাঈম-জোসেফের দারুণ বোলিংয়ে ১২৫ রানে থেমেছে চট্টগ্রামের ইনিংস।
৪২ রানেই টপঅর্ডারের চারজন সাজঘরে ফিরে গেলে দলীয় সংগ্রহ তিন অংকের ঘরে পৌঁছাবে কিনা আশঙ্কা করা হচ্ছিল।
কিন্তু ফ্রান্সে জন্ম নেওয়া অলরাউন্ডার বেনি হাওয়েলের ঝড়ো ইনিংসের পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান জমা করতে পারে মিরাজের দল।
১২৬ রানের তাড়ায় প্রথমেই বরিশাল শিবিরে ধাক্কা দেন চট্টগ্রাম অধিনায়ক মিরাজ।
নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে তুলে নেন ওপেনার নাজমুল হাসান শান্তর উইকেট। মিরাজের ঘূর্ণি বলের লাইনই বুঝে ওঠেননি শান্ত। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ৫ বলে ১ রান করে।
এরপর ওপেনার সৈকত আলীর সঙ্গে জুটি গড়েন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু এই অলরাউন্ডাকে ভয়ঙ্কর হতে দেননি মিরাজ। দুটি বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন সাকিব।
কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এসেই শান্তর মতোই সাকিবেকে পরাস্ত করেন মিরাজ। বরিশালের অধিনায়ককে সরাসরি বোল্ড করে দেন চট্টগ্রামের অধিনায়ক।
মিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে সাকিব করেন ১৬ বলে ১৩ রান।
এ রিপোর্ট লেখার সময় বরিশালের সংগ্রহ ৮ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৪৬ রান। জয় পেতে আরো ৭২ বলে করতে হবে ৮০ রান।
সেই লক্ষ্যে দারুণ খেলছেন ওপেনার সৈকত আলী। ১৯ বলে ২৪ রানে অপরাজিত আছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অধিনায়ককে বোল্ড করলেন অধিনায়ক
ছক্কা দিয়ে বিপিএলের প্রথম বলটি শুরু করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম।
সাকিব-নাঈম-জোসেফের দারুণ বোলিংয়ে ১২৫ রানে থেমেছে চট্টগ্রামের ইনিংস।
৪২ রানেই টপঅর্ডারের চারজন সাজঘরে ফিরে গেলে দলীয় সংগ্রহ তিন অংকের ঘরে পৌঁছাবে কিনা আশঙ্কা করা হচ্ছিল।
কিন্তু ফ্রান্সে জন্ম নেওয়া অলরাউন্ডার বেনি হাওয়েলের ঝড়ো ইনিংসের পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান জমা করতে পারে মিরাজের দল।
১২৬ রানের তাড়ায় প্রথমেই বরিশাল শিবিরে ধাক্কা দেন চট্টগ্রাম অধিনায়ক মিরাজ।
নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে তুলে নেন ওপেনার নাজমুল হাসান শান্তর উইকেট। মিরাজের ঘূর্ণি বলের লাইনই বুঝে ওঠেননি শান্ত। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ৫ বলে ১ রান করে।
এরপর ওপেনার সৈকত আলীর সঙ্গে জুটি গড়েন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু এই অলরাউন্ডাকে ভয়ঙ্কর হতে দেননি মিরাজ। দুটি বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন সাকিব।
কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এসেই শান্তর মতোই সাকিবেকে পরাস্ত করেন মিরাজ। বরিশালের অধিনায়ককে সরাসরি বোল্ড করে দেন চট্টগ্রামের অধিনায়ক।
মিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে সাকিব করেন ১৬ বলে ১৩ রান।
এ রিপোর্ট লেখার সময় বরিশালের সংগ্রহ ৮ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৪৬ রান। জয় পেতে আরো ৭২ বলে করতে হবে ৮০ রান।
সেই লক্ষ্যে দারুণ খেলছেন ওপেনার সৈকত আলী। ১৯ বলে ২৪ রানে অপরাজিত আছেন তিনি।