ঢাকার চেয়েও বড় ঝড় তুলে ম্যাচ জিতে নিল খুলনা
স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ২২:৫৬:৩১ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুলে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে ঢাকা। কিন্তু তাদের চেয়েও বড় ঝড় তুলে ১৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের খুলনা।
ঢাকারমোহাম্মদ শেহজাদের ২৭ বলে ৪২, মাহমুদউল্লাহ রিয়াদের ২০ বলে ৩৯ ও তামিম ইকবালের ৪২ বলে ৫০ রানের সুবাদে ১৮৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা দাঁড় করায়। বোলিংয়ে খুলনার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি।
কিন্তু জবাবে খুলনার আন্দ্রে ফ্লেচার ২৩ বলে ৪৫, রনি তালুকদার ৪২ বলে ৬১ ও থিসারা পেরেরা ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে এক ওভার আগেই ম্যাচ জিতে খুলনার টাইগাররা।
খুলনার হয়ে সবচেয় বড় ঝড়টা তুলেন রনি তালুকদার। তিনি ওয়ান ডাউনে খেলতে নেমেই রানের সংখ্যা মাথায় রেখে খেলতে থাকেন। শেষ পর্যন্ত তিনি থামেন ৬১ রান করে।
ঢাকার হয়ে সবচেয়ে বেশি রান দিয়েছেন রুবেল। তিনি মাত্র তিন ওভার বল করেই ৪২ রান খরচ করে ফেলেন। বিনিময়ে কোনো উইকেট পাননি।
ঢাকার হয়ে দুইটি করে উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল ও এবাদত হোসেন। তবে রাসেল চার ওভারে ৪২ রান দিয়ে ফেলেন। এবাদত ২৭ রান দিয়ে দুইটি উইকেট পান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকার চেয়েও বড় ঝড় তুলে ম্যাচ জিতে নিল খুলনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুলে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে ঢাকা। কিন্তু তাদের চেয়েও বড় ঝড় তুলে ১৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের খুলনা।
ঢাকার মোহাম্মদ শেহজাদের ২৭ বলে ৪২, মাহমুদউল্লাহ রিয়াদের ২০ বলে ৩৯ ও তামিম ইকবালের ৪২ বলে ৫০ রানের সুবাদে ১৮৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা দাঁড় করায়। বোলিংয়ে খুলনার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি।
কিন্তু জবাবে খুলনার আন্দ্রে ফ্লেচার ২৩ বলে ৪৫, রনি তালুকদার ৪২ বলে ৬১ ও থিসারা পেরেরা ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে এক ওভার আগেই ম্যাচ জিতে খুলনার টাইগাররা।
খুলনার হয়ে সবচেয় বড় ঝড়টা তুলেন রনি তালুকদার। তিনি ওয়ান ডাউনে খেলতে নেমেই রানের সংখ্যা মাথায় রেখে খেলতে থাকেন। শেষ পর্যন্ত তিনি থামেন ৬১ রান করে।
ঢাকার হয়ে সবচেয়ে বেশি রান দিয়েছেন রুবেল। তিনি মাত্র তিন ওভার বল করেই ৪২ রান খরচ করে ফেলেন। বিনিময়ে কোনো উইকেট পাননি।
ঢাকার হয়ে দুইটি করে উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল ও এবাদত হোসেন। তবে রাসেল চার ওভারে ৪২ রান দিয়ে ফেলেন। এবাদত ২৭ রান দিয়ে দুইটি উইকেট পান।