বাংলাদেশের ভিসা পেয়ে যা বললেন জেমি সিডন্স
স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ০৯:৩১:৫৭ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ দলের সদ্য নিয়োগ পাওয়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এ মাসের শেষের দিকে ঢাকায় আসছেন। তার ভিসা হয়ে গেছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ভিসা পেয়েছি। সেখানে কোচিং করাব। দুই বছর থাকব বাংলাদেশে। এ বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ রয়েছে। কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার পাব। জাতীয় দলের পাশাপাশি ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করতে হবে। তরুণদের প্রস্তুত করব। এই কাজটা আমার পছন্দের। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আশা করি কাজ শুরু করতে পারব।’
২০০৮ সালের পর বাংলাদেশ দলের পুনর্গঠনে ভূমিকা রাখেন টাইগারদের সেই সময়ের কোচ সিডন্স। ২০১১ বিশ্বকাপে ব্যর্থতার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। সিডন্স থাকতে চেয়েছিলেন। কষ্ট নিয়ে বিদায় নিতে হয় তাকে। এর পরও নিয়মিত বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রেখেছেন।
সিডন্স বলেন, ‘বাংলাদেশে আগেও কাজ করে ভালো লেগেছে। আশা করছি, এবারও ভালো লাগবে। তারা সম্প্রতি টেস্ট ও টি২০ ক্রিকেটে ভালো কিছু জয় পেয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। আমি দলকে সহায়তা করতে পারব।’
তিনি বলেন, ‘আমি এখনও নিশ্চিত নই যে, কোথায় কাজ করব। তবে জাতীয় দল ও কিছু তরুণের সঙ্গে কাজ করার সুযোগ পাব। তরুণ ও প্রতিভাবানদের উন্নতির চেষ্টা করব।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশের ভিসা পেয়ে যা বললেন জেমি সিডন্স
বাংলাদেশ দলের সদ্য নিয়োগ পাওয়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এ মাসের শেষের দিকে ঢাকায় আসছেন। তার ভিসা হয়ে গেছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ভিসা পেয়েছি। সেখানে কোচিং করাব। দুই বছর থাকব বাংলাদেশে। এ বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ রয়েছে। কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার পাব। জাতীয় দলের পাশাপাশি ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করতে হবে। তরুণদের প্রস্তুত করব। এই কাজটা আমার পছন্দের। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আশা করি কাজ শুরু করতে পারব।’
২০০৮ সালের পর বাংলাদেশ দলের পুনর্গঠনে ভূমিকা রাখেন টাইগারদের সেই সময়ের কোচ সিডন্স। ২০১১ বিশ্বকাপে ব্যর্থতার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। সিডন্স থাকতে চেয়েছিলেন। কষ্ট নিয়ে বিদায় নিতে হয় তাকে। এর পরও নিয়মিত বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রেখেছেন।
সিডন্স বলেন, ‘বাংলাদেশে আগেও কাজ করে ভালো লেগেছে। আশা করছি, এবারও ভালো লাগবে। তারা সম্প্রতি টেস্ট ও টি২০ ক্রিকেটে ভালো কিছু জয় পেয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। আমি দলকে সহায়তা করতে পারব।’
তিনি বলেন, ‘আমি এখনও নিশ্চিত নই যে, কোথায় কাজ করব। তবে জাতীয় দল ও কিছু তরুণের সঙ্গে কাজ করার সুযোগ পাব। তরুণ ও প্রতিভাবানদের উন্নতির চেষ্টা করব।’