তামিমের সমস্যা জানতে চান সুজন
শনিবার রাতে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর ফিরতে চান না তামিম ইকবাল।
তামিম কেন জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান না তা জানতে চান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
রোববার সংবাদমাধ্যকে সুজন বলেন, তামিমের সঙ্গে ফোনে কথা না বলে সামনাসামনি বললে আমার মনে হয় ভালো হবে। কথা বললে বুঝতে পারব সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে, যেসব ছোটখাটো সমস্যা আছে- এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে, অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।
বিপিএলে বরিশালের প্রধান কোচের দায়িত্ব পালন করা সুজন বলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম, কেন খেলবি না বা কারণ কী। তখন এত কথা হয়নি। আমি বলেছিলাম, দেশে ফিরে তারপর কথা বলব। দেশে ফেরার পর তার সঙ্গে আর কথা হয়নি।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর জায়গায় আমাদের টপঅর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা নয়। তারপরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল। এরপর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করে তামিম ঘোষণা দেন বিশ্বকাপ খেলবেন না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তামিমের সমস্যা জানতে চান সুজন
শনিবার রাতে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর ফিরতে চান না তামিম ইকবাল।
তামিম কেন জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান না তা জানতে চান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
রোববার সংবাদমাধ্যকে সুজন বলেন, তামিমের সঙ্গে ফোনে কথা না বলে সামনাসামনি বললে আমার মনে হয় ভালো হবে। কথা বললে বুঝতে পারব সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে, যেসব ছোটখাটো সমস্যা আছে- এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে, অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।
বিপিএলে বরিশালের প্রধান কোচের দায়িত্ব পালন করা সুজন বলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম, কেন খেলবি না বা কারণ কী। তখন এত কথা হয়নি। আমি বলেছিলাম, দেশে ফিরে তারপর কথা বলব। দেশে ফেরার পর তার সঙ্গে আর কথা হয়নি।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর জায়গায় আমাদের টপঅর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা নয়। তারপরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল। এরপর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করে তামিম ঘোষণা দেন বিশ্বকাপ খেলবেন না।