বাবার অর্ধশত রানই প্রকাশ্যে আনল বিরুষ্কা কন্যা ভামিকাকে (ভিডিও)
যুগান্তর ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ২২:৩৬:২৯ | অনলাইন সংস্করণ
প্রথম বার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলি ও আনুশকা শর্মার মেয়ে ভামিকাকে। রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলি অর্ধশত রান পূরণ করতেই ক্যামেরায় ধরা পড়ে বিরুষ্কা কন্যা ভামিকা। গ্যালারিতে মা আনুশকার কোলে ছিল সে।
ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলি। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন তিনি। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা আনুশকাকে। তার কোলেই ছিল ভামিকা।
এর আগে সরাসরি ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম আনুশকার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু কোহলি ও আনুশকা দুজনই নেটমাধ্যমে বিবৃতি দিয়ে সাংবাদিকদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে অনুরোধ করেছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাবার অর্ধশত রানই প্রকাশ্যে আনল বিরুষ্কা কন্যা ভামিকাকে (ভিডিও)
প্রথম বার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলি ও আনুশকা শর্মার মেয়ে ভামিকাকে। রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলি অর্ধশত রান পূরণ করতেই ক্যামেরায় ধরা পড়ে বিরুষ্কা কন্যা ভামিকা। গ্যালারিতে মা আনুশকার কোলে ছিল সে।
ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলি। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন তিনি। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা আনুশকাকে। তার কোলেই ছিল ভামিকা।
এর আগে সরাসরি ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম আনুশকার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু কোহলি ও আনুশকা দুজনই নেটমাধ্যমে বিবৃতি দিয়ে সাংবাদিকদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে অনুরোধ করেছিলেন।