ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় মুশফিক
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা পারফরমারদের তালিকায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গত বছরে দুর্দান্ত পারফরম্যান্স করা ব্যাটসম্যানদের একটি শর্ট লিস্ট করে ক্রিকইনফো। সেই শর্ট লিস্টে নাম আছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের।
তালিকায় আছেন- নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম, ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্যাম কুরান, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবার্নি, ইংল্যান্ডের জেমস ভিন্স, ভারতের দীপক চাহার ও দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার জানেমান মালান।
গত বছরের মে মাসে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলেন মুশফিক। মুশফিকের সেঞ্চুরিতে ওই ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৬ রান।
বৃষ্টির কারণে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। জবাবে লংকানরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। বাংলাদেশ জয়লাভ করে ১০৩ রানের ব্যবধানে।
সেই ম্যাচে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ২০২১ সালের বর্ষসেরা ব্যাটসম্যানের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন মুশফিকুর রহিম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় মুশফিক
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা পারফরমারদের তালিকায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গত বছরে দুর্দান্ত পারফরম্যান্স করা ব্যাটসম্যানদের একটি শর্ট লিস্ট করে ক্রিকইনফো। সেই শর্ট লিস্টে নাম আছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের।
তালিকায় আছেন- নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম, ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্যাম কুরান, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবার্নি, ইংল্যান্ডের জেমস ভিন্স, ভারতের দীপক চাহার ও দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার জানেমান মালান।
গত বছরের মে মাসে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলেন মুশফিক। মুশফিকের সেঞ্চুরিতে ওই ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৬ রান।
বৃষ্টির কারণে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। জবাবে লংকানরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। বাংলাদেশ জয়লাভ করে ১০৩ রানের ব্যবধানে।
সেই ম্যাচে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ২০২১ সালের বর্ষসেরা ব্যাটসম্যানের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন মুশফিকুর রহিম।