‘নেতৃত্ব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই’
ভারত সেরা ওপেনার রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লোকেশ রাহুলকে।
কিন্তু তার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাঠে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। যে কারণে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, যখন প্রতিপক্ষের একটি বড় পার্টনারশিপ তৈরি হচ্ছে, সেটা ভাঙতে গেলে কী করতে হবে, সেই ভাবনার জায়গাটাই নেই রাহুলের। আমি মনে করি, এটি ব্যাট করার জন্য খুব ভালো পিচ ছিল। বল বেশ সুন্দরভাবে ব্যাটে আসছিল। কিন্তু কীভাবে ব্যাটসম্যানদের আটকাতে হয়, সেই সম্পর্কে রাহুলের কোনো জ্ঞানই নেই। রাহুলের ভুল স্ট্র্যাটেজির জন্য প্রতিপক্ষ দল বড় স্কোর করতে সমর্থ হয়েছে।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কার আরও বলেছেন, লোকেশ রাহুল বুঝতে পারছিলেন না কীভাবে বোলারদের ব্যবহার করবেন। বুমরাহ এবং ভুবনেশ্বরের মতো যখন দুইজন সবচেয়ে অভিজ্ঞ ডেথ-ওভার বোলার থাকে, তখন শেষ ৫-৬ ওভারের জন্য তাদের একসঙ্গে রাখতে হয়।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে সেঞ্চুরিয়নে জয় পাওয়া ভারত এরপর জোহানেসবার্গ ও কেপটাউন টেস্টে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বিরাট কোহলিরা।
এরপর ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে ৩১ রান, ৭ উইকেট ও ৪ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮৮ রানের টার্গেট তাড়া করে জয়ের দুয়ারে গিয়েও মাত্র ৪ রানের জন্য হেরে যায় ভারত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘নেতৃত্ব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই’
ভারত সেরা ওপেনার রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লোকেশ রাহুলকে।
কিন্তু তার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাঠে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। যে কারণে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, যখন প্রতিপক্ষের একটি বড় পার্টনারশিপ তৈরি হচ্ছে, সেটা ভাঙতে গেলে কী করতে হবে, সেই ভাবনার জায়গাটাই নেই রাহুলের। আমি মনে করি, এটি ব্যাট করার জন্য খুব ভালো পিচ ছিল। বল বেশ সুন্দরভাবে ব্যাটে আসছিল। কিন্তু কীভাবে ব্যাটসম্যানদের আটকাতে হয়, সেই সম্পর্কে রাহুলের কোনো জ্ঞানই নেই। রাহুলের ভুল স্ট্র্যাটেজির জন্য প্রতিপক্ষ দল বড় স্কোর করতে সমর্থ হয়েছে।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কার আরও বলেছেন, লোকেশ রাহুল বুঝতে পারছিলেন না কীভাবে বোলারদের ব্যবহার করবেন। বুমরাহ এবং ভুবনেশ্বরের মতো যখন দুইজন সবচেয়ে অভিজ্ঞ ডেথ-ওভার বোলার থাকে, তখন শেষ ৫-৬ ওভারের জন্য তাদের একসঙ্গে রাখতে হয়।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে সেঞ্চুরিয়নে জয় পাওয়া ভারত এরপর জোহানেসবার্গ ও কেপটাউন টেস্টে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বিরাট কোহলিরা।
এরপর ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে ৩১ রান, ৭ উইকেট ও ৪ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮৮ রানের টার্গেট তাড়া করে জয়ের দুয়ারে গিয়েও মাত্র ৪ রানের জন্য হেরে যায় ভারত।