সাড়ে তিন বছর নিষিদ্ধ টেলর
সাকিব আল হাসানের মতো ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রান্ডন টেলর।
কিন্তু বিষয়টি গোপন করায় জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটীয় কার্যকলাপ থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করে।
২০১৯ সালের অক্টোবরে ভারতীয় একজন ব্যবসায়ী টেলরের সঙ্গে দেখা করে তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই বৈঠকের রিপোর্ট করতে বিলম্ব করায় নিষিদ্ধ হন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।
ব্যবসায়ীর সঙ্গে বসা সেই বৈঠক প্রসঙ্গে টুইটারে টেলর লেখেন- সান্ধ্যকালীন সেই বৈঠকে আমরা পানীয় খেয়েছিলাম। তারা আমাকে খোলাখুলিভাবে মদ খাওয়ার অফার করেছিল, যেটাতে তারা নিজেরাই জড়িত ছিল এবং আমি বোকামি করে তাদের টোপ নিয়েছিলাম।
পর দিন হোটেল রুমে ঢুকে পড়েন ওই ব্যবসায়ীরা এবং তারা টেলরকে স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দেন। তা না হলে মাদক নেওয়ার ভিডিও প্রকাশ করার হুমকি দেন। টেলরকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাড়ে তিন বছর নিষিদ্ধ টেলর
সাকিব আল হাসানের মতো ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রান্ডন টেলর।
কিন্তু বিষয়টি গোপন করায় জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটীয় কার্যকলাপ থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করে।
২০১৯ সালের অক্টোবরে ভারতীয় একজন ব্যবসায়ী টেলরের সঙ্গে দেখা করে তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই বৈঠকের রিপোর্ট করতে বিলম্ব করায় নিষিদ্ধ হন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।
ব্যবসায়ীর সঙ্গে বসা সেই বৈঠক প্রসঙ্গে টুইটারে টেলর লেখেন- সান্ধ্যকালীন সেই বৈঠকে আমরা পানীয় খেয়েছিলাম। তারা আমাকে খোলাখুলিভাবে মদ খাওয়ার অফার করেছিল, যেটাতে তারা নিজেরাই জড়িত ছিল এবং আমি বোকামি করে তাদের টোপ নিয়েছিলাম।
পর দিন হোটেল রুমে ঢুকে পড়েন ওই ব্যবসায়ীরা এবং তারা টেলরকে স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দেন। তা না হলে মাদক নেওয়ার ভিডিও প্রকাশ করার হুমকি দেন। টেলরকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়।