যুবাদের দায়িত্ব নিচ্ছেন ওয়াসিম জাফর ও স্টুয়ার্ট ল
অনলাইন ডেস্ক
২০ মে ২০২২, ২২:১০:৪২ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। অন্যদিকে ব্যাটিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের ওয়াসিম জাফর।
দুই-একদিনের মধ্যে এ দুইজনের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ দুজন দুই বছরের জন্য যুবা টাইগারদের সামলানোর দায়িত্ব পাবেন।
এদিকে স্টুয়ার্ট ল ২০১১-১২ সালে বাংলাদেশের জাতীয় দলের কোচ হন। তার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলে টাইগাররা।
তাছাড়া স্টুয়ার্ট ল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও কাজ করেছেন।
২০১৬ সালে ঘরের মাঠে হওয়া যুবাদের বিশ্বকাপে টাইগার যুবাদের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
অন্যদিকে ওয়াসিম জাফর বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দলকে তালিম দিয়েছেন। তিনি ছিলেন এইচপি দলের ব্যাটিং পরামর্শক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুবাদের দায়িত্ব নিচ্ছেন ওয়াসিম জাফর ও স্টুয়ার্ট ল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। অন্যদিকে ব্যাটিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের ওয়াসিম জাফর।
দুই-একদিনের মধ্যে এ দুইজনের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ দুজন দুই বছরের জন্য যুবা টাইগারদের সামলানোর দায়িত্ব পাবেন।
এদিকে স্টুয়ার্ট ল ২০১১-১২ সালে বাংলাদেশের জাতীয় দলের কোচ হন। তার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলে টাইগাররা।
তাছাড়া স্টুয়ার্ট ল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও কাজ করেছেন।
২০১৬ সালে ঘরের মাঠে হওয়া যুবাদের বিশ্বকাপে টাইগার যুবাদের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
অন্যদিকে ওয়াসিম জাফর বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দলকে তালিম দিয়েছেন। তিনি ছিলেন এইচপি দলের ব্যাটিং পরামর্শক।