অনেক ‘নাটকীয়তার’ পর মেসিদের সঙ্গেই থাকছেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২২, ২৩:০৪:৪১ | অনলাইন সংস্করণ
নানা নাটকীয়তার পর অবশেষে ফরাসি জায়ান্ট পিএসজিতেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
এ মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এ ফরাসি তারকার। শোনা যাচ্ছিল পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি।
তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার থেকে যাচ্ছেন মেসিদের সঙ্গেই।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, এমবাপ্পে পিএসজির সঙ্গে লম্বা সময়ের চুক্তি করতে যাচ্ছেন।
আর সেটি হলো তিন বছরের নতুন চুক্তি। মানে ২০২৫ সাল পর্যন্ত ফ্রান্সের সেরা ক্লাবটিতেই থেকে যাচ্ছেন তিনি।
এমবাপ্পের পিএসজিতে থাকার বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসবে শনিবার লিগ ওয়ানে মেতজের বিপক্ষে ম্যাচটি শেষে।
এদিকে এমবাপ্পের মা ফায়জা আল-আমারি গত সপ্তাহে জানান, এমবাপ্পেকে নিয়ে আর কোনো আলোচনা হবে না কারণ এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদ ও পিএসজির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।
তখন তিনি জানিয়েছিলেন, চুক্তিতে বড় ধরনের কোনো পার্থক্য থাকবে না ।
তিনি আরও জানিয়েছিলেন, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলবেন নাকি পিএসজিতে খেলবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।
এদিকে পিএসজির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন এমবাপ্পে। বর্তমানে ২৫ গোল করে লিগ ওয়ানে শীর্ষ গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন তিনি।
সব মিলিয়ে ফরাসি জায়ান্টদের হয়ে এ মৌসুমে ৩৬ বার বল জালে জড়িয়েছেন তিনি।
সূত্র: গোলডটকম, মার্কা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনেক ‘নাটকীয়তার’ পর মেসিদের সঙ্গেই থাকছেন এমবাপ্পে
নানা নাটকীয়তার পর অবশেষে ফরাসি জায়ান্ট পিএসজিতেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
এ মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এ ফরাসি তারকার। শোনা যাচ্ছিল পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি।
তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার থেকে যাচ্ছেন মেসিদের সঙ্গেই।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, এমবাপ্পে পিএসজির সঙ্গে লম্বা সময়ের চুক্তি করতে যাচ্ছেন।
আর সেটি হলো তিন বছরের নতুন চুক্তি। মানে ২০২৫ সাল পর্যন্ত ফ্রান্সের সেরা ক্লাবটিতেই থেকে যাচ্ছেন তিনি।
এমবাপ্পের পিএসজিতে থাকার বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসবে শনিবার লিগ ওয়ানে মেতজের বিপক্ষে ম্যাচটি শেষে।
এদিকে এমবাপ্পের মা ফায়জা আল-আমারি গত সপ্তাহে জানান, এমবাপ্পেকে নিয়ে আর কোনো আলোচনা হবে না কারণ এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদ ও পিএসজির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।
তখন তিনি জানিয়েছিলেন, চুক্তিতে বড় ধরনের কোনো পার্থক্য থাকবে না ।
তিনি আরও জানিয়েছিলেন, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলবেন নাকি পিএসজিতে খেলবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।
এদিকে পিএসজির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন এমবাপ্পে। বর্তমানে ২৫ গোল করে লিগ ওয়ানে শীর্ষ গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন তিনি।
সব মিলিয়ে ফরাসি জায়ান্টদের হয়ে এ মৌসুমে ৩৬ বার বল জালে জড়িয়েছেন তিনি।
সূত্র: গোলডটকম, মার্কা