ইতিহাস গড়ার পথে কোকো গফ
ফরাসি ওপেনে ইতিহাস গড়ার পথে যুক্তরাষ্ট্রের টিনএজ সেনসেশন কোকো গফ। ১৮ বছর বয়সী গফের সামনে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার হাতছানি।
গফের প্রতিপক্ষ পোলিশ টেনিস তারকা ইসা সিওনতেক। ২০২০ সালে ফরাসি ওপেন জিতে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে সিওনতেক।
ফরাসি ওপেনের নারী এককের ফাইনাল শনিবার। ২০০৪ সালে মারিয়া শারাপোভার উইম্বলডন জয়ের পর কোকো গফই সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট।
২০১৮ সালে জুনিয়র বিভাগে ফরাসি ওপেন জেতা গফ এবার মূল শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে এসেছেন।
সেমিফাইনালে তিনি হারিয়েছেন ইতালির মার্তিনা ত্রেভিসানকে। ফাইনালে শীর্ষ বাছাই সিওনতেক হট ফেভারিট হলেও কোনো চাপ অনুভব করছেন না গফ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ব্যথিত গফ বলেছেন, এটা গ্র্যান্ড স্লাম ফাইনাল ঠিক আছে, কিন্তু বিশ্বে অনেক কিছুই ঘটছে এখন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। আমার মনে হয় না সেসব বাদ দিয়ে একটি টেনিস ম্যাচ নিয়ে এত চাপ অনুভবের কিছু আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতিহাস গড়ার পথে কোকো গফ
ফরাসি ওপেনে ইতিহাস গড়ার পথে যুক্তরাষ্ট্রের টিনএজ সেনসেশন কোকো গফ। ১৮ বছর বয়সী গফের সামনে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার হাতছানি।
গফের প্রতিপক্ষ পোলিশ টেনিস তারকা ইসা সিওনতেক। ২০২০ সালে ফরাসি ওপেন জিতে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে সিওনতেক।
ফরাসি ওপেনের নারী এককের ফাইনাল শনিবার। ২০০৪ সালে মারিয়া শারাপোভার উইম্বলডন জয়ের পর কোকো গফই সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট।
২০১৮ সালে জুনিয়র বিভাগে ফরাসি ওপেন জেতা গফ এবার মূল শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে এসেছেন।
সেমিফাইনালে তিনি হারিয়েছেন ইতালির মার্তিনা ত্রেভিসানকে। ফাইনালে শীর্ষ বাছাই সিওনতেক হট ফেভারিট হলেও কোনো চাপ অনুভব করছেন না গফ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ব্যথিত গফ বলেছেন, এটা গ্র্যান্ড স্লাম ফাইনাল ঠিক আছে, কিন্তু বিশ্বে অনেক কিছুই ঘটছে এখন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। আমার মনে হয় না সেসব বাদ দিয়ে একটি টেনিস ম্যাচ নিয়ে এত চাপ অনুভবের কিছু আছে।