টিকিট বিক্রির সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা
কাতার বিশ্বকাপের ইতোমধ্যে ১২ লাখ টিকিট বিক্রি হয়েছে। বাকি রয়েছে আর আট লাখ টিকিট। বিশ্বকাপের টিকিট বিক্রি যত বাড়ছে, চিন্তাও তত বাড়ছে উদ্যোক্তাদের।
বিপুলসংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করা কতটা সম্ভব হবে- সেটাই এখন চিন্তার বিষয়।
কাতার অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে টিকিট বিক্রির সংখ্যা। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অনলাইনে এখনো পর্যন্ত দুইভাগে টিকিট বিক্রি করা হয়েছে। মোট ২০ লাখ টিকিট বিক্রি করা হবে। আরও ১০ লাখ টিকিট থাকবে ফিফার বিভিন্ন কর্তা এবং স্পনসরদের জন্য।
কাতারের রাজধানী দোহার জনসংখ্যা ২৪ লাখ। বিশ্বকাপের সময় বিশাল সংখ্যক মানুষ সেখানে আসবেন খেলা দেখার জন্য। আটটি স্টেডিয়ামে ৩২টি দেশ খেলবে। শহরের আশপাশেই রয়েছে সব স্টেডিয়াম। এ বছর ২১ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টিকিট বিক্রির সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা
কাতার বিশ্বকাপের ইতোমধ্যে ১২ লাখ টিকিট বিক্রি হয়েছে। বাকি রয়েছে আর আট লাখ টিকিট। বিশ্বকাপের টিকিট বিক্রি যত বাড়ছে, চিন্তাও তত বাড়ছে উদ্যোক্তাদের।
বিপুলসংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করা কতটা সম্ভব হবে- সেটাই এখন চিন্তার বিষয়।
কাতার অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে টিকিট বিক্রির সংখ্যা। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অনলাইনে এখনো পর্যন্ত দুইভাগে টিকিট বিক্রি করা হয়েছে। মোট ২০ লাখ টিকিট বিক্রি করা হবে। আরও ১০ লাখ টিকিট থাকবে ফিফার বিভিন্ন কর্তা এবং স্পনসরদের জন্য।
কাতারের রাজধানী দোহার জনসংখ্যা ২৪ লাখ। বিশ্বকাপের সময় বিশাল সংখ্যক মানুষ সেখানে আসবেন খেলা দেখার জন্য। আটটি স্টেডিয়ামে ৩২টি দেশ খেলবে। শহরের আশপাশেই রয়েছে সব স্টেডিয়াম। এ বছর ২১ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপ।