টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!
ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত টাইগাররা।
সেন্ট লুসিয়ায় বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৪০৮ রান করে স্বাগতিক উইন্ডিজ। ১৭৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে ১৩২/৬ রানে।
৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিতে সোমবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন ১৬ ও শূন্য রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ।
দলের এমন বাজে পারফরম্যান্সের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা।
পাপন বলেন, এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ২১৯ রানে হারে টাইগাররা।
গতবার দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবার তৃতীয় দিনের খেলা শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত সাকিবরা।
গতবার প্রথম টেস্টে ৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার ১০৩ রানে অলআউট। আর তাতেই উন্নতি দেখছেন পাপন।
তিনি বলেন, আমরা সারাজীবন তো হেরেই আসছি! বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!
ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত টাইগাররা।
সেন্ট লুসিয়ায় বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৪০৮ রান করে স্বাগতিক উইন্ডিজ। ১৭৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে ১৩২/৬ রানে।
৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিতে সোমবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন ১৬ ও শূন্য রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ।
দলের এমন বাজে পারফরম্যান্সের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা।
পাপন বলেন, এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ২১৯ রানে হারে টাইগাররা।
গতবার দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবার তৃতীয় দিনের খেলা শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত সাকিবরা।
গতবার প্রথম টেস্টে ৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার ১০৩ রানে অলআউট। আর তাতেই উন্নতি দেখছেন পাপন।
তিনি বলেন, আমরা সারাজীবন তো হেরেই আসছি! বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি।