উইম্বলডনের নতুন রাণী এলিনা
অনলাইন ডেস্ক
০৯ জুলাই ২০২২, ০৯:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন ওপেনের নারী এককের শিরোপা জয় করেছেন কাজাখস্তানের টেনিসার এলিনা রায়বাকিনা।
তিনি ফাইনালে হারিয়েছেন তিউনিশিয়ার টেনিসার ওনস যাবুরকে।
তিউনিশয়ার সুন্দরীর বিপক্ষে প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে যান এলিনা৷ কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন।
এর মাধ্যমে কাজাখস্তানের প্রথম টেনিসার হিসেবে উইম্বলডনের শিরোপা জয় করেন এলিনা।
এ নিয়ে মাত্র দ্বিতীয় বারের মতো উইম্বলডনে খেলতে এসেছেন তিনি ৷ দ্বিতীয়বারের মতো এ টূর্নামেন্টে এসে উইম্বলডনের নতুন রাণী হলেন কাজাখ সুন্দরী।
এদিকে এলিনা এবং ওনস যাবুরের এ ফাইনাল ম্যাচটিই ছিল ইতিহাসময় এক ম্যাচ৷
কারণ ওনস যাবুর প্রথম আরব নারী হিসেবে উম্বলডনের ফাইনালে খেলার অনন্য কীর্তি গড়েন তিনি৷ তবে প্রথম বারের চেষ্টায় শিরোপা জিততে পারলেন না।
উইম্বলডনের নতুন রাণী এলিনা
অনলাইন ডেস্ক
০৯ জুলাই ২০২২, ২১:৩৯:৩৯ | অনলাইন সংস্করণ
বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন ওপেনের নারী এককের শিরোপা জয় করেছেন কাজাখস্তানের টেনিসার এলিনা রায়বাকিনা।
তিনি ফাইনালে হারিয়েছেন তিউনিশিয়ার টেনিসার ওনস যাবুরকে।
তিউনিশয়ার সুন্দরীর বিপক্ষে প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে যান এলিনা৷ কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন।
এর মাধ্যমে কাজাখস্তানের প্রথম টেনিসার হিসেবে উইম্বলডনের শিরোপা জয় করেন এলিনা।
এ নিয়ে মাত্র দ্বিতীয় বারের মতো উইম্বলডনে খেলতে এসেছেন তিনি ৷ দ্বিতীয়বারের মতো এ টূর্নামেন্টে এসে উইম্বলডনের নতুন রাণী হলেন কাজাখ সুন্দরী।
এদিকে এলিনা এবং ওনস যাবুরের এ ফাইনাল ম্যাচটিই ছিল ইতিহাসময় এক ম্যাচ৷
কারণ ওনস যাবুর প্রথম আরব নারী হিসেবে উম্বলডনের ফাইনালে খেলার অনন্য কীর্তি গড়েন তিনি৷ তবে প্রথম বারের চেষ্টায় শিরোপা জিততে পারলেন না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023