লিটন-শরিফুলসহ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা
যুগান্তর ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১২:২০:৩৫ | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করেছেন। এবার সাত ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করেন।
প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
২০২২ সালে শেখ কামাল পুরস্কার পেলেন যারা—
আজীবন সম্মাননা: হারুনুর রশিদ
সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম
ক্রীড়াবিদ: লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা
উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম
পৃষ্ঠপোষক: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
সাংবাদিক: কাশীনাথ বসাক
সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করা হয়। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়। গত বছর পুরস্কারটি আবার চালু হয়েছে শেখ কামালের নামে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লিটন-শরিফুলসহ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করেছেন। এবার সাত ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করেন।
প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
২০২২ সালে শেখ কামাল পুরস্কার পেলেন যারা—
আজীবন সম্মাননা: হারুনুর রশিদ
সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম
ক্রীড়াবিদ: লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা
উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম
পৃষ্ঠপোষক: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
সাংবাদিক: কাশীনাথ বসাক
সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করা হয়। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়। গত বছর পুরস্কারটি আবার চালু হয়েছে শেখ কামালের নামে।