বিপুল অর্থ দিয়ে খেলতে রাজি করানো হলো ওয়ার্নারকে
স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১০:৪৬:২৮ | অনলাইন সংস্করণ
২০১৪ সাল থেকে নিজ দেশের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলছেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার।
সেই ধারাবাহিকতায় আসন্ন মৌসুমেও বিগ ব্যাশে খেলবেন না বলে জানিয়েছিলেন।
তবে হঠাৎ করে জানা গেল, ৯ বছর পর নিজ দেশের এই লিগে ফিরতে চলেছেন ওয়ার্নার। বিপুল অঙ্কের চুক্তিতে এ অসি তারকাকে রাজি করিয়েছে বিগ ব্যাশের ফ্রাঞ্চাইজি সিডনি থান্ডার্স।
এ তথ্য দিয়ে অস্ট্রেলীয় পত্রিকা 'দি এজ' জানিয়েছে, সিডনি থান্ডার্সের সঙ্গে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে চুক্তিবদ্ধ হচ্ছেন ডেভিড ওয়ার্নার, বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা! আরেক অসি তারকা উসমান খাজার জায়গায় সিডনিতে খেলবেন ওয়ার্নার। উসমান ব্রিসবেন হিটের হয়ে খেলবেন বলে চুক্তি করেছেন। সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আপাতত ৫টি ম্যাচ খেলবেন ওয়ার্নার।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিপুল অর্থ দিয়ে খেলতে রাজি করানো হলো ওয়ার্নারকে
২০১৪ সাল থেকে নিজ দেশের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলছেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার।
সেই ধারাবাহিকতায় আসন্ন মৌসুমেও বিগ ব্যাশে খেলবেন না বলে জানিয়েছিলেন।
তবে হঠাৎ করে জানা গেল, ৯ বছর পর নিজ দেশের এই লিগে ফিরতে চলেছেন ওয়ার্নার। বিপুল অঙ্কের চুক্তিতে এ অসি তারকাকে রাজি করিয়েছে বিগ ব্যাশের ফ্রাঞ্চাইজি সিডনি থান্ডার্স।
এ তথ্য দিয়ে অস্ট্রেলীয় পত্রিকা 'দি এজ' জানিয়েছে, সিডনি থান্ডার্সের সঙ্গে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে চুক্তিবদ্ধ হচ্ছেন ডেভিড ওয়ার্নার, বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা! আরেক অসি তারকা উসমান খাজার জায়গায় সিডনিতে খেলবেন ওয়ার্নার। উসমান ব্রিসবেন হিটের হয়ে খেলবেন বলে চুক্তি করেছেন। সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আপাতত ৫টি ম্যাচ খেলবেন ওয়ার্নার।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস