পাকিস্তানি পেসারকে অপমান করায় ক্ষুব্ধ শোয়েব আখতার

 স্পোর্টস ডেস্ক 
১৭ আগস্ট ২০২২, ১০:১৭ পিএম  |  অনলাইন সংস্করণ

পাকিস্তানের তরুণ তারকা পেসার মোহাম্মদ হাসনাইনকে অসম্মান করায় রীতিমতো ক্ষুব্ধ ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার। 

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলসের পেসার মোহাম্মদ হাসনাইনের শর্ট বলে আউট হয়ে ফেরার সময় খুশি ছিলেন না মার্কাস স্টয়নিস। তিনি সাজঘরে ফেরার সময় বোলার হাসনাইনকে অনুকরণ করে বোলিং করেন।

অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানের এমন আচরণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তিনি আইসিসিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। 

শোয়েব আখতার টুইটারে লিখেন, কোনও খেলোয়াড়কে এ ধরনের কাজ করতে দেওয়া উচিত নয়। স্টয়নিস লজ্জাজনক কাজ করেছে। ওর এত সাহস কী করে হল? আইসিসিও এই ঘটনা নিয়ে চুপ করে আছে।

শোয়েব আখতার টুইটে আরও লিখেন, স্টয়নিস দ্য হান্ড্রেডের সময় হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে লজ্জাজনক অঙ্গভঙ্গি করেছে। এটা করার সাহস তার কীভাবে হলো? আইসিসি এ বিষয়ে কিছু বলবে না। কেউ যদি বোলিং অ্যাকশনের বিষয়ে ক্লিয়ারেন্স পায় তাহলে তাকে এভাবে অপমান করা উচিত নয়। 

চলতি বছরের শুরুর দিকে বোলিং অ্যাকশন শুধরে বোলিংয়ের অনুমতি পান হাসনাইন। তার নতুন অ্যাকশনকে পিসিবি এবং আইসিসি উভয়েই সবুজ সংকেত দিয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন