সুজনের খোঁচার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীলংকার কোচ
এশিয়া কাপে বাঁচামরার লড়াইয়ে আজ মাঠে নামবে শ্রীলংকা ও বাংলাদেশ। তার আগেই কথার লড়াইয়ে মেতেছে দুই দল।
এ লড়াইটা শুরু করেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। মঙ্গলবার আফগানিস্তানের বোলাদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন তিনি।
শানাকার মতে, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো দুর্দান্ত বোলার নেই। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। এতেই থামেননি শানাকা। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সহজ বলেও মন্তব্য করেছেন তিনি।
শানাকার এমন চাঁছাছোলা মন্তব্যের পাল্টা জবাব সেদিন দেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। একদিন পর অবশ্য মিরাজ বলেন, শানাকার এ ধরনের মন্তব্যের জবাব মুখে না দিয়ে মাঠেই দিতে চান টাইগাররা।
আজ এসেছে সেই সময়। তবে তার আগেই মুখেই জবাব দিয়ে বসলেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তিনি খোঁচা দিয়ে বসলেন, বাংলাদেশ দলে দুজন বিশ্বমানের বোলার থাকলেও শ্রীলংকা দলে তো কোনো বোলারই দেখছেন না তিনি।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সংবাদ সম্মলেন বুধবার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’
সুজনের এমন মন্তব্যে চটেছেন শ্রীলংকা দলের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অযৌক্তিক দাবি করে লংকান কোচ।
তিনি বলেন, ‘আমি এই মন্তব্য (সুজনের) জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকত না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’
গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে আফগানিস্তানের কাছে। তাই দুই দলের জন্যই আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল।
সুজনের খোঁচার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীলংকার কোচ
স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮:৪৭ | অনলাইন সংস্করণ
এশিয়া কাপে বাঁচামরার লড়াইয়ে আজ মাঠে নামবে শ্রীলংকা ও বাংলাদেশ। তার আগেই কথার লড়াইয়ে মেতেছে দুই দল।
এ লড়াইটা শুরু করেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। মঙ্গলবার আফগানিস্তানের বোলাদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন তিনি।
শানাকার মতে, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো দুর্দান্ত বোলার নেই। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। এতেই থামেননি শানাকা। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সহজ বলেও মন্তব্য করেছেন তিনি।
শানাকার এমন চাঁছাছোলা মন্তব্যের পাল্টা জবাব সেদিন দেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। একদিন পর অবশ্য মিরাজ বলেন, শানাকার এ ধরনের মন্তব্যের জবাব মুখে না দিয়ে মাঠেই দিতে চান টাইগাররা।
আজ এসেছে সেই সময়। তবে তার আগেই মুখেই জবাব দিয়ে বসলেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তিনি খোঁচা দিয়ে বসলেন, বাংলাদেশ দলে দুজন বিশ্বমানের বোলার থাকলেও শ্রীলংকা দলে তো কোনো বোলারই দেখছেন না তিনি।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সংবাদ সম্মলেন বুধবার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’
সুজনের এমন মন্তব্যে চটেছেন শ্রীলংকা দলের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অযৌক্তিক দাবি করে লংকান কোচ।
তিনি বলেন, ‘আমি এই মন্তব্য (সুজনের) জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকত না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’
গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে আফগানিস্তানের কাছে। তাই দুই দলের জন্যই আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023