সাকিব-মুশফিক ছাড়া প্রথম সিরিজ জয়
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে আরব আমিরাত থেকে দেশে ফিরেই ফেসবুকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।
মুশফিকের আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনও অবসরে যাননি। অথচ তাকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আরব আমিরাত সিরিজের জন্য দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলায় ব্যস্ত থাকার কারণে ছুটিতে রয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের মতো দেশের অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই আরব আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর বাংলাদেশ দল।
সফরের প্রথম ম্যাচে ১৫৮/৫ রান করেও দাপুটে বোলিংয়ের সুবাদে ৭ রানের জয় পায় বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১৬৯/৫ রান করে বাংলাদেশ জিতে ৩২ রানে।
এই প্রথম সাকিব-মুশফিককে ছাড়া টি-টোয়েন্টি সিরিজ জয় পেল বাংলাদেশ। এর আগে সাকিব-মুশফিক ছাড়া ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ৩-০ ব্যবধানে। সেই বছরই পাকিস্তানের বিপক্ষে টাইগাররা হারে ৩-০ ব্যবধানে। চলতি বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হার।
সাকিব-মুশফিককে ছাড়া টি-টোয়েন্টিতে চারটি সিরিজ হারের পর সদ্য শেষ হওয়া আরব আমিরাত সিরিজে ২-০ ব্যবধানে জয় পেল বাংলাদেশ।
সাকিব-মুশফিক ছাড়া প্রথম সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫:১০ | অনলাইন সংস্করণ
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে আরব আমিরাত থেকে দেশে ফিরেই ফেসবুকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।
মুশফিকের আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনও অবসরে যাননি। অথচ তাকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আরব আমিরাত সিরিজের জন্য দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলায় ব্যস্ত থাকার কারণে ছুটিতে রয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের মতো দেশের অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই আরব আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর বাংলাদেশ দল।
সফরের প্রথম ম্যাচে ১৫৮/৫ রান করেও দাপুটে বোলিংয়ের সুবাদে ৭ রানের জয় পায় বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১৬৯/৫ রান করে বাংলাদেশ জিতে ৩২ রানে।
এই প্রথম সাকিব-মুশফিককে ছাড়া টি-টোয়েন্টি সিরিজ জয় পেল বাংলাদেশ। এর আগে সাকিব-মুশফিক ছাড়া ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ৩-০ ব্যবধানে। সেই বছরই পাকিস্তানের বিপক্ষে টাইগাররা হারে ৩-০ ব্যবধানে। চলতি বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হার।
সাকিব-মুশফিককে ছাড়া টি-টোয়েন্টিতে চারটি সিরিজ হারের পর সদ্য শেষ হওয়া আরব আমিরাত সিরিজে ২-০ ব্যবধানে জয় পেল বাংলাদেশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023