ফের শীর্ষস্থান হারালেন সাকিব

 স্পোর্টস ডেস্ক 
২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ পিএম  |  অনলাইন সংস্করণ

গত সপ্তাহের হালনাগাদে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে ছাড়িয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে যান সাকিব আল হাসান। 

কিন্তু আইসিসির সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবির কাছে হারিয়েছেন শীর্ষস্থান।

বুধবার আইসিসির হালনাগাদে সাকিবকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন নবি। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন আফগান অধিনায়ক। 

২৪৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে আছেন সাকিব। তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, তার রেটিং পয়েন্ট ২১১।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২