পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা
পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা পড়েছে। কোভিডে আক্রান্ত হয়েছেন এশিয়া কাপে চোখ ধাঁধাঁনো পারফর্ম করা পেসার নাসিম শাহ।
বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
বুধবার হঠাৎ করেই বুকে সংক্রমণ দেখা দেয় নাসিম শাহর। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরই সঙ্গে প্রচণ্ড জ্বরে ভুগতে থাকেন। চিকিৎসকরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন নাসিম। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর ডেঙ্গু ও করোনা টেস্ট করানো হয়।
ফলে কোভিড-১৯ পজিটিভ আসে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানিয়েছিলেন, আগের তুলনায় বেশ ভালো আছেন নাসিম। জ্বর কমতির দিকে।
এরই মধ্যে এ তরুণ পেসারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
তবে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে খেলা হবে না তার। আজ ও রোববার এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
অক্টোবরেই ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের। সেই সফরে নাসিম যাওয়া নিয়েও শঙ্কায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ।
প্রসঙ্গত, আরব আমিরাতে সদ্যসমাপ্ত এশিয়া কাপে নজরকাড়া পারফর্ম করেছেন নাসিম শাহ। পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তবে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ফাইনালে উঠানো ইনিংস খেলে মহাতারকায় পরিণত হন নাসিম।
১৯ বছর বয়সি এ সিমার পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন যথারীতি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা
পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা পড়েছে। কোভিডে আক্রান্ত হয়েছেন এশিয়া কাপে চোখ ধাঁধাঁনো পারফর্ম করা পেসার নাসিম শাহ।
বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
বুধবার হঠাৎ করেই বুকে সংক্রমণ দেখা দেয় নাসিম শাহর। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরই সঙ্গে প্রচণ্ড জ্বরে ভুগতে থাকেন। চিকিৎসকরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন নাসিম। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর ডেঙ্গু ও করোনা টেস্ট করানো হয়।
ফলে কোভিড-১৯ পজিটিভ আসে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানিয়েছিলেন, আগের তুলনায় বেশ ভালো আছেন নাসিম। জ্বর কমতির দিকে।
এরই মধ্যে এ তরুণ পেসারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
তবে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে খেলা হবে না তার। আজ ও রোববার এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
অক্টোবরেই ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের। সেই সফরে নাসিম যাওয়া নিয়েও শঙ্কায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ।
প্রসঙ্গত, আরব আমিরাতে সদ্যসমাপ্ত এশিয়া কাপে নজরকাড়া পারফর্ম করেছেন নাসিম শাহ। পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তবে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ফাইনালে উঠানো ইনিংস খেলে মহাতারকায় পরিণত হন নাসিম।
১৯ বছর বয়সি এ সিমার পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন যথারীতি।