এশিয়া কাপে ইতিহাস
সিলেটে চলমান নারী এশিয়া কাপ ২০২২ এর সব ম্যাচই পরিচালিত হবে নারীদের দ্বারা। অর্থাৎ উপমহাদেশের সর্বোচ্চ এই টুর্নামেন্টের সবকটি ম্যাচেই আম্পায়ার-রেফারি থাকবেন নারীরা।
এর ফলে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট পুরুষদের ছাড়া শুধু নারীদের দ্বারাই পরিচালিত হচ্ছে।
মোট ৯ জন আম্পায়ার আছেন এবারের এশিয়া কাপের দায়িত্বে। তার মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে থাকছেন সর্বোচ্চ দুজন করে। তবে এই তালিকায় নেই কোনো বাংলাদেশি নারী আম্পায়ার।
এছাড়া কাতার, মালয়েশিয়া ও আরব আমিরাত থাকছেন একজন করে। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলংকা ও ভারতের একজন করে।
শনিবার বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের এশিয়া কাপের আসর। সাতটি দলের অংশগ্রহণে এবারের আসর হবে লিগ পদ্ধতিতে।
মোট ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি ম্যাচ হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।
এশিয়া কাপে ইতিহাস
যুগান্তর ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ১৯:৪৪:৩৫ | অনলাইন সংস্করণ
সিলেটে চলমান নারী এশিয়া কাপ ২০২২ এর সব ম্যাচই পরিচালিত হবে নারীদের দ্বারা। অর্থাৎ উপমহাদেশের সর্বোচ্চ এই টুর্নামেন্টের সবকটি ম্যাচেই আম্পায়ার-রেফারি থাকবেন নারীরা।
এর ফলে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট পুরুষদের ছাড়া শুধু নারীদের দ্বারাই পরিচালিত হচ্ছে।
মোট ৯ জন আম্পায়ার আছেন এবারের এশিয়া কাপের দায়িত্বে। তার মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে থাকছেন সর্বোচ্চ দুজন করে। তবে এই তালিকায় নেই কোনো বাংলাদেশি নারী আম্পায়ার।
এছাড়া কাতার, মালয়েশিয়া ও আরব আমিরাত থাকছেন একজন করে। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলংকা ও ভারতের একজন করে।
শনিবার বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের এশিয়া কাপের আসর। সাতটি দলের অংশগ্রহণে এবারের আসর হবে লিগ পদ্ধতিতে।
মোট ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি ম্যাচ হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023