টি-টোয়েন্টিতে ৭৭ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড (ভিডিও)
ক্রিকেটে রাহকিম কর্নওয়ালের বিশেষ পরিচিত রয়েছে। নাদুস নুদুস এ ক্রিকেটার মূলত বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেলেও ব্যাটিংয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
দলটির নিয়মিত অফ স্পিনার কর্নওয়াল। তবে ব্যাট চালাতেও জানেন দীর্ঘদেহী এ ক্রিকেটার, তার প্রমাণ দিয়েছেন বহুবার। বড় ছক্কা মারার সামর্থ্য থাকায় টি-টোয়েন্টিতে তাকে পিঞ্চ হিটার হিসেবে ব্যবহার করা হয়।
তাই বলে টি-টোয়েন্টির মতো খুদে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি!
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে এমনই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।
ম্যাচে ২২ বাউন্ডারি আর ১৭ ছক্কায় ৭৭ বলে অপরাজিত ২০৫ রানের ইনিংস খেলেছেন কর্নওয়াল।
তার এই অতিমানবীয় ইনিংসে ভর করে স্কয়ার ড্রাইভের বিপক্ষে সহজ জয় পেয়েছে আটালান্টা ফায়ার।
দলীয় জয়ের সঙ্গে দুর্দান্ত এক বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন কর্নওয়াল। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি পেলেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।
তার আগে এ বিশ্বরেকর্ডের একমাত্র মালিক ছিলেন ভারতের ব্যাটার সুবোধ ভাটি। চলতি বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ৭৯ বলে অপরাজিত ২০৫ রান করেন সুবোধ।
যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও কর্নওয়ালের ইনিংসটি নিয়ে টুইট করেছে। কর্নওয়ালের ব্যাটিংয়ের কিছু মুহূর্তের ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’
সম্প্রতি রাহকিম কর্নওয়ালের ব্যাট থেকে রান আসছে। সদ্য সমাপ্ত ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগ সিপিএলে তো বারবাডোজ রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নামতে দেখা গেছে তাকে।
রাহকিম কর্নওয়ালের সেই বিধ্বংসী ইনিংস দেখুন—
ARE YOU NOT ENTERTAINED?!
— Minor League Cricket (@MiLCricket) October 6, 2022
Rahkeem Cornwall put Atlanta Fire on top with a DOUBLE century going 205*(77) with 2️⃣2️⃣ MASSIVE sixes ??? pic.twitter.com/1iRfyniiUw
টি-টোয়েন্টিতে ৭৭ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১৪:২০:৪৩ | অনলাইন সংস্করণ
ক্রিকেটে রাহকিম কর্নওয়ালের বিশেষ পরিচিত রয়েছে। নাদুস নুদুস এ ক্রিকেটার মূলত বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেলেও ব্যাটিংয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
দলটির নিয়মিত অফ স্পিনার কর্নওয়াল। তবে ব্যাট চালাতেও জানেন দীর্ঘদেহী এ ক্রিকেটার, তার প্রমাণ দিয়েছেন বহুবার। বড় ছক্কা মারার সামর্থ্য থাকায় টি-টোয়েন্টিতে তাকে পিঞ্চ হিটার হিসেবে ব্যবহার করা হয়।
তাই বলে টি-টোয়েন্টির মতো খুদে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি!
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে এমনই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।
ম্যাচে ২২ বাউন্ডারি আর ১৭ ছক্কায় ৭৭ বলে অপরাজিত ২০৫ রানের ইনিংস খেলেছেন কর্নওয়াল।
তার এই অতিমানবীয় ইনিংসে ভর করে স্কয়ার ড্রাইভের বিপক্ষে সহজ জয় পেয়েছে আটালান্টা ফায়ার।
দলীয় জয়ের সঙ্গে দুর্দান্ত এক বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন কর্নওয়াল। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি পেলেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।
তার আগে এ বিশ্বরেকর্ডের একমাত্র মালিক ছিলেন ভারতের ব্যাটার সুবোধ ভাটি। চলতি বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ৭৯ বলে অপরাজিত ২০৫ রান করেন সুবোধ।
যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও কর্নওয়ালের ইনিংসটি নিয়ে টুইট করেছে। কর্নওয়ালের ব্যাটিংয়ের কিছু মুহূর্তের ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’
সম্প্রতি রাহকিম কর্নওয়ালের ব্যাট থেকে রান আসছে। সদ্য সমাপ্ত ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগ সিপিএলে তো বারবাডোজ রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নামতে দেখা গেছে তাকে।
রাহকিম কর্নওয়ালের সেই বিধ্বংসী ইনিংস দেখুন—
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023