আইওসির বৃত্তি পেলেন দেশের ৫ ক্রীড়াবিদ
অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াবিদরাও আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (আইওসি) বৃত্তি পেয়ে থাকেন।
২০২৪ প্যারিস অলিম্পিকের আগে সেই বৃত্তি পেয়েছেন লাল-সবুজের পাঁচ ক্রীড়াবিদ। প্রতি মাসে ৫০০ মার্কিন ডলার করে বৃত্তি পাচ্ছেন তারা। আরচারির দিয়া সিদ্দিকী, আলিফ হোসেন ও হাকিম আহমেদ রুবেল এবং শুটিংয়ের রাব্বি হাসান মুন্না ও নাফিসা তাবাসসুম সেই পাঁচ সৌভাগ্যবান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জানুয়ারি থেকে আইওসির বৃত্তি পাচ্ছেন দিয়া সিদ্দিকী। বাকিরা পাচ্ছেন জুলাই থেকে।
সূত্র আরও জানায়, প্যারিস অলিম্পিক পর্যন্ত তারা বৃত্তি পাবেন। তবে তার আগে একাধিক টুর্নামেন্টে তাদের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় মার্ক পেলে তবেই তারা সরাসরি প্যারিসে খেলতে পারবেন। সেটা না হলে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তারা অগ্রাধিকার পেয়ে প্যারিসে যাবেন।
আইওসির বৃত্তি পেলেন দেশের ৫ ক্রীড়াবিদ
স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ২২:৩৭:২৯ | অনলাইন সংস্করণ
অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াবিদরাও আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (আইওসি) বৃত্তি পেয়ে থাকেন।
২০২৪ প্যারিস অলিম্পিকের আগে সেই বৃত্তি পেয়েছেন লাল-সবুজের পাঁচ ক্রীড়াবিদ। প্রতি মাসে ৫০০ মার্কিন ডলার করে বৃত্তি পাচ্ছেন তারা। আরচারির দিয়া সিদ্দিকী, আলিফ হোসেন ও হাকিম আহমেদ রুবেল এবং শুটিংয়ের রাব্বি হাসান মুন্না ও নাফিসা তাবাসসুম সেই পাঁচ সৌভাগ্যবান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জানুয়ারি থেকে আইওসির বৃত্তি পাচ্ছেন দিয়া সিদ্দিকী। বাকিরা পাচ্ছেন জুলাই থেকে।
সূত্র আরও জানায়, প্যারিস অলিম্পিক পর্যন্ত তারা বৃত্তি পাবেন। তবে তার আগে একাধিক টুর্নামেন্টে তাদের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় মার্ক পেলে তবেই তারা সরাসরি প্যারিসে খেলতে পারবেন। সেটা না হলে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তারা অগ্রাধিকার পেয়ে প্যারিসে যাবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023