সূর্যকুমারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডে ভারতের বড় জয়
স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৯:৩৩:১০ | অনলাইন সংস্করণ
সূর্যকুমারের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৬৫ রানের বড় জয় পেয়েছে ভারত। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি।
রোববার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদবের ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। দলের হয়ে মাত্র ৫১ বল মোকাবেলা করে ১১টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১১১ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া ৩১ বলে ৩৬ রান করে ফেরেন ইশান কিশান।
টার্গেট তাড়া করতে নেমে দিপক হুদা ও যুজবেন্দ্র চাহালের স্পিনআর মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১২৬ রানেই অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নেপিয়ারেসিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন দিপক হুদা। যুজবেন্দ্র চাহাল নেন ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন সিরাজ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূর্যকুমারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডে ভারতের বড় জয়
সূর্যকুমারের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৬৫ রানের বড় জয় পেয়েছে ভারত। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি।
রোববার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ টস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদবের ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। দলের হয়ে মাত্র ৫১ বল মোকাবেলা করে ১১টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১১১ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া ৩১ বলে ৩৬ রান করে ফেরেন ইশান কিশান।
টার্গেট তাড়া করতে নেমে দিপক হুদা ও যুজবেন্দ্র চাহালের স্পিন আর মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১২৬ রানেই অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নেপিয়ারে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন দিপক হুদা। যুজবেন্দ্র চাহাল নেন ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন সিরাজ।