ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে সরাসরি নিউজিল্যান্ড সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সফরে।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯১ রান করে ভারত জয় পায় ৬৫ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচটি টাই হয়।
শুক্রবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অকল্যান্ডের ইডেন পার্কে এদিন টস জিতে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাটিংয়ে নেমে স্রেয়াশ আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২), শুভমান গিলের (৫০) ফিফটি আর ওয়াশিংটন সুন্দরের ১৬ বলের ৩৭ রানের ঝড়ো ইনিংস এবং সানজু স্যামসনের ৩৮ বলের ৩৬ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ৮৮ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে টম লাথামকে সঙ্গে নিয়ে ১৬৫ বলে ২২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের ৭ উইকেটের জয়ে ১০৪ বলে ১৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৪৫ রান করেন টম লাথাম। ৯৮ বলে ৭টি চার আর এক ছক্কার সাহায্যে ৯৪ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন।
আগামী রোববার ও বুধবার হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে সরাসরি নিউজিল্যান্ড সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সফরে।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯১ রান করে ভারত জয় পায় ৬৫ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচটি টাই হয়।
শুক্রবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অকল্যান্ডের ইডেন পার্কে এদিন টস জিতে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাটিংয়ে নেমে স্রেয়াশ আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২), শুভমান গিলের (৫০) ফিফটি আর ওয়াশিংটন সুন্দরের ১৬ বলের ৩৭ রানের ঝড়ো ইনিংস এবং সানজু স্যামসনের ৩৮ বলের ৩৬ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ৮৮ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে টম লাথামকে সঙ্গে নিয়ে ১৬৫ বলে ২২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের ৭ উইকেটের জয়ে ১০৪ বলে ১৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৪৫ রান করেন টম লাথাম। ৯৮ বলে ৭টি চার আর এক ছক্কার সাহায্যে ৯৪ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন।
আগামী রোববার ও বুধবার হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।