বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোয়েব-সানিয়া একসঙ্গে!
যুগান্তর ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৮:৩৪:৫২ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, জ্বল্পনা-কল্পনা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছিল যে তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। এখন শুধু ঘোষণা দেওয়ার বাকি।
দুই তারকার দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার গুঞ্জনের মধ্যেই এবার দেখা গেল নতুন চমক। একসঙ্গে দেখা গেছে দুজনকে। এতে চমকে উঠেছেন তাদের ভক্তরা। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া চমকে যাওয়ারই কথা।
সংবাদমাধ্যম বলছে, ‘দ্য মির্জা-মালিক শো’ নামে একটি অনুষ্ঠানের জন্য শুটিং করছেন এই তারকা জুটি। সেজন্যই মূলত একসঙ্গে তারা।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সানিয়া মির্জা ও শোয়েব মালিক পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের পরিচয় দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা- ‘আপনারা কি মির্জা-মালিক শোয়ের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন?’
আনুষ্ঠানিক বিচ্ছেদ যদি হয়েই থাকে তাহলে কেন তারা একসঙ্গে? এমন প্রশ্নে ওই সূত্রের দাবি, এই শো’র জন্যই বিচ্ছেদের কথা এখনো নাকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন না শোয়েব-সানিয়া। কারণ আইনি সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শোয়েব-সানিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন- ‘দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’
জানা গেছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে। শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জোর গুঞ্জন চলছে। ওই কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই গুঞ্জন আরও বেড়েছিল নেটমাধ্যমে সানিয়ার কিছু পোস্টের পর।
ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন- ভাঙা হৃদয় কোথায় যায়? আল্লাহকে খুঁজতে।
ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে- ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছেন- যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।
এরপর প্রকাশ্যে আসে শোয়েব মালিকের একটি ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট। ছেলে ইজহানের জন্মদিনে এই পোস্ট করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার। সেখানে লেখা ছিল- আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি না। প্রতিদিন আমাদের দেখাও হয় না; কিন্তু বাবা প্রত্যেক মুহূর্তে তোমার মিষ্টি হাসির কথা মনে করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোয়েব-সানিয়া একসঙ্গে!
পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, জ্বল্পনা-কল্পনা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছিল যে তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। এখন শুধু ঘোষণা দেওয়ার বাকি।
দুই তারকার দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার গুঞ্জনের মধ্যেই এবার দেখা গেল নতুন চমক। একসঙ্গে দেখা গেছে দুজনকে। এতে চমকে উঠেছেন তাদের ভক্তরা। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া চমকে যাওয়ারই কথা।
সংবাদমাধ্যম বলছে, ‘দ্য মির্জা-মালিক শো’ নামে একটি অনুষ্ঠানের জন্য শুটিং করছেন এই তারকা জুটি। সেজন্যই মূলত একসঙ্গে তারা।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সানিয়া মির্জা ও শোয়েব মালিক পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের পরিচয় দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা- ‘আপনারা কি মির্জা-মালিক শোয়ের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন?’
আনুষ্ঠানিক বিচ্ছেদ যদি হয়েই থাকে তাহলে কেন তারা একসঙ্গে? এমন প্রশ্নে ওই সূত্রের দাবি, এই শো’র জন্যই বিচ্ছেদের কথা এখনো নাকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন না শোয়েব-সানিয়া। কারণ আইনি সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শোয়েব-সানিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন- ‘দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’
জানা গেছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে। শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জোর গুঞ্জন চলছে। ওই কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই গুঞ্জন আরও বেড়েছিল নেটমাধ্যমে সানিয়ার কিছু পোস্টের পর।
ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন- ভাঙা হৃদয় কোথায় যায়? আল্লাহকে খুঁজতে।
ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে- ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছেন- যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।
এরপর প্রকাশ্যে আসে শোয়েব মালিকের একটি ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট। ছেলে ইজহানের জন্মদিনে এই পোস্ট করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার। সেখানে লেখা ছিল- আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি না। প্রতিদিন আমাদের দেখাও হয় না; কিন্তু বাবা প্রত্যেক মুহূর্তে তোমার মিষ্টি হাসির কথা মনে করে।