ভারতের বিপক্ষে খেলছেন না তামিম, প্রথম ম্যাচে নেই তাসকিনও
স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৭:০১:৫৫ | অনলাইন সংস্করণ
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হঠাৎ ইনজুরি এসে বাসা বেঁধেছে টাইগারদের শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চোটে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিঠের চোটে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। শঙ্কা আছে পুরো সিরিজে খেলা নিয়েও। তাসকিনের বদলে ‘এ’ দল থেকে ডেকে আনা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।
অন্যদিকে কুঁচকির চোটে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে কুঁচকিতে চোট পান ওয়ানডে অধিনায়ক তামিম। এই চোটে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি।
মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার কুঁচকির ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছেন।’
ভারতের বিপক্ষে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে দ্বি-পাক্ষিক সিরিজ। বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতের বিপক্ষে খেলছেন না তামিম, প্রথম ম্যাচে নেই তাসকিনও
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হঠাৎ ইনজুরি এসে বাসা বেঁধেছে টাইগারদের শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চোটে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিঠের চোটে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। শঙ্কা আছে পুরো সিরিজে খেলা নিয়েও। তাসকিনের বদলে ‘এ’ দল থেকে ডেকে আনা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।
অন্যদিকে কুঁচকির চোটে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে কুঁচকিতে চোট পান ওয়ানডে অধিনায়ক তামিম। এই চোটে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি।
মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার কুঁচকির ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছেন।’
ভারতের বিপক্ষে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে দ্বি-পাক্ষিক সিরিজ। বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।