ইংল্যান্ডের ইতিহাস গড়ার দিনে ১ ওভারে ৬ বাউন্ডারি হ্যারির
স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ২১:০৬:২৭ | অনলাইন সংস্করণ
টেস্ট ইতিহাসে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে নতুন এ রেকর্ড গড়েছেন ইংলিশ ব্যাটাররা।
বৃহস্পতিবার চার উইকেটে ৫০৬ রান তুলে প্রথম টেস্টে সফরকারীদের দুর্দান্ত সূচনা স্বাগতিক পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এর আগে টেস্টের প্রথমদিন আর কোনো দল ৫০০ রান করতে পারেনি।
এর আগে টেস্টের প্রথম দিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৯১০-১১ মৌসুমে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার প্রথম দিনেই অজিরা তুলেছিল ৪৯৪ রান।
২৪ ঘণ্টা আগে অসুস্থতার প্রকোপে ইংল্যান্ড শিবির যেন পরিণত হয়েছিল হাসপাতালে। মাঠে নেমে সেই তাদের অন্য চেহারা।
জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সেঞ্চুরিতে ইংল্যান্ড পায়ের নিচে শক্ত মাটি পেয়ে যায়। উদ্বোধনী জুটিতে এ দুজন তোলেন ২৩৩ রান। এরমধ্যে ক্রলি ১১১ বলে ১২২ এবং ডাকেট ১১০ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরি হয়েছে আরও দুটি।
ওলি পোপ ১০৪ বলে ১০৮ এবং হ্যারি ব্রুক মাত্র ৮১ বলে ১০১ রান নিয়ে ব্যাট করছেন। ৩৪ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। দুটি উইকেট নেন জাহিদ মাহমুদ। একটি করে উইকেট পান মোহাম্মদ আলী ও হারিস রউফ।
ইংল্যান্ডের সব ব্যাটসম্যানরাই এদিন আগ্রাসী ব্যাটিং করেন। তবে এরমধ্যেও আলাদা করে নজর কাড়েন হ্যারি ব্রুক। তিনি ইনিংসের ৬৮তম ওভারে সউদ শাকিলের ৬টি বলে পরপর ৬টি চার মারেন।
হ্যারি ব্রুক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৮০ বলে। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ৮১ বলে ১০১ রান করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইংল্যান্ডের ইতিহাস গড়ার দিনে ১ ওভারে ৬ বাউন্ডারি হ্যারির
টেস্ট ইতিহাসে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে নতুন এ রেকর্ড গড়েছেন ইংলিশ ব্যাটাররা।
বৃহস্পতিবার চার উইকেটে ৫০৬ রান তুলে প্রথম টেস্টে সফরকারীদের দুর্দান্ত সূচনা স্বাগতিক পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এর আগে টেস্টের প্রথমদিন আর কোনো দল ৫০০ রান করতে পারেনি।
এর আগে টেস্টের প্রথম দিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৯১০-১১ মৌসুমে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার প্রথম দিনেই অজিরা তুলেছিল ৪৯৪ রান।
২৪ ঘণ্টা আগে অসুস্থতার প্রকোপে ইংল্যান্ড শিবির যেন পরিণত হয়েছিল হাসপাতালে। মাঠে নেমে সেই তাদের অন্য চেহারা।
জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সেঞ্চুরিতে ইংল্যান্ড পায়ের নিচে শক্ত মাটি পেয়ে যায়। উদ্বোধনী জুটিতে এ দুজন তোলেন ২৩৩ রান। এরমধ্যে ক্রলি ১১১ বলে ১২২ এবং ডাকেট ১১০ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরি হয়েছে আরও দুটি।
ওলি পোপ ১০৪ বলে ১০৮ এবং হ্যারি ব্রুক মাত্র ৮১ বলে ১০১ রান নিয়ে ব্যাট করছেন। ৩৪ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। দুটি উইকেট নেন জাহিদ মাহমুদ। একটি করে উইকেট পান মোহাম্মদ আলী ও হারিস রউফ।
ইংল্যান্ডের সব ব্যাটসম্যানরাই এদিন আগ্রাসী ব্যাটিং করেন। তবে এরমধ্যেও আলাদা করে নজর কাড়েন হ্যারি ব্রুক। তিনি ইনিংসের ৬৮তম ওভারে সউদ শাকিলের ৬টি বলে পরপর ৬টি চার মারেন।
হ্যারি ব্রুক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৮০ বলে। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ৮১ বলে ১০১ রান করে।