হাসপাতালে ভর্তি রিকি পন্টিং
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম নিউজ ডটকম এইউয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের সময় হৃদপিণ্ডে সমস্যার কারণে পন্টিংকে পার্থের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি সুস্থ আছেন বলে সতীর্থদের জানিয়েছেন।
পার্থে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে সরকারি সম্প্রচারকারী সংস্থা চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন পন্টিং। মধ্যাহ্নভোজের পর মাঠ ছেড়ে বেরিয়ে যান। তৃতীয় সেশনে মাঠে ছিলেন না তিনি।
চ্যানেল সেভেনের মুখপাত্র বলেছেন, রিকি পন্টিংয়ের শরীর ভালো নেই। আজ দিনের বাকি সময় ধারাভাষ্য দেবেন না।
এদিকে ৪৭ বছরের পন্টিং নিজের সতীর্থদের জানিয়েছেন, তার শারীরিক অবস্থা একেবারে ঠিক আছে। হঠাৎ শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আগামীকাল শনিবার রিকি পন্টিং কমেন্ট্রি বক্সে থাকবেন কিনা, সে বিষয়ে চ্যানেল সেভেন এখনো কিছু জানায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাসপাতালে ভর্তি রিকি পন্টিং
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম নিউজ ডটকম এইউয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের সময় হৃদপিণ্ডে সমস্যার কারণে পন্টিংকে পার্থের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি সুস্থ আছেন বলে সতীর্থদের জানিয়েছেন।
পার্থে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে সরকারি সম্প্রচারকারী সংস্থা চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন পন্টিং। মধ্যাহ্নভোজের পর মাঠ ছেড়ে বেরিয়ে যান। তৃতীয় সেশনে মাঠে ছিলেন না তিনি।
চ্যানেল সেভেনের মুখপাত্র বলেছেন, রিকি পন্টিংয়ের শরীর ভালো নেই। আজ দিনের বাকি সময় ধারাভাষ্য দেবেন না।
এদিকে ৪৭ বছরের পন্টিং নিজের সতীর্থদের জানিয়েছেন, তার শারীরিক অবস্থা একেবারে ঠিক আছে। হঠাৎ শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আগামীকাল শনিবার রিকি পন্টিং কমেন্ট্রি বক্সে থাকবেন কিনা, সে বিষয়ে চ্যানেল সেভেন এখনো কিছু জানায়নি।